পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

IPS অফিসারদের জীবন দেখাবে 'হেডকোয়াটার্স লালবাজার' - sayantan ghoshal

একটা পুলিশ ড্রামা । লালবাজারের হোমিসাইড বিভাগের কয়েকজন অফিসারের গল্প বলবে এই ওয়েব সিরিজ় । দেখানো হবে পুলিশ অফিসারদের পেশাগত জীবন । কীভাবে তাঁরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কেস সমাধান করে । সেইসঙ্গে দেখানো হবে কীভাবে তাঁরা অনেক কেস সমাধান করতে পারেন না বিভিন্ন কারণের জন্য । দেখানো হবে পুলিশ কর্মীদের ব্যক্তিগত জীবনও ।

হেডকোয়াটার্স লালবাজার

By

Published : Jul 14, 2019, 5:23 PM IST

Updated : Jul 14, 2019, 7:50 PM IST

কলকাতা : 'হেডকোয়াটার্স লালবাজার'। শহরের IPS অফিসারদের ঠিকানা এটাই । ক্রাইম থেকে থ্রিলার শহরের হাল হকিকত জানা যায় এখানেই । এবার সেই লালবাজার নিয়েই নতুন বাংলা ওয়েব সিরিজ় আনছেন পরিচালক সায়ন্তন ঘোষাল । ওয়েব সিরিজ়ের নাম 'হেডকোয়াটার্স লালবাজার' । ETV ভারত সিতারাকে বিস্তারিতভাবে সেকথা জানালেন পরিচালক ।

'হেডকোয়াটার্স লালবাজার' দেখানো হবে জ়ি ফাইভে । হিন্দি ও বাংলা দু'টি ভাষাতেই ওয়েব সিরিজ়টি দেখতে পাবেন দর্শক । সায়ন্তন বলেন, "এটা একটা বড় প্রজেক্ট । ওয়েব স্পেসে বাংলায় এখনও পর্যন্ত এর মতো বড়মাপের সিরিজ তৈরি হয়নি । ৪০০ মিনিটের ওয়েব সিরিজ । যেহেতু দু'টি ভাষায় তৈরি হচ্ছে, তাই আলাদা আলাদাভাবে বাংলা এবং হিন্দিতে তৈরি হচ্ছে । মোট ৮০০ মিনিটের । ১০টি এপিসোডে দেখানো হবে । এটা প্রথম সিজ়নের শুটিং চলছে । এরপরে আর একটি সিজ়ন আসবে । কলকাতাতেই শুটিং ।"

ওয়েব সিরিজ়ের দৃশ্য

আরও বড় চমক, এই ওয়েব সিরিজটির প্রযোজক সুরিন্দর ফিল্মস । জ়ি ফাইভের সঙ্গে সুরিন্দর ফিল্মস এই প্রথম কাজ করছে । সায়ন্তন বলেন, "এটা একটা পুলিশ ড্রামা । লালবাজারের হোমিসাইড বিভাগের কয়েকজন অফিসারের গল্প বলবে এই ওয়েব সিরিজ় । দেখানো হবে পুলিশ অফিসারদের পেশাগত জীবন । কীভাবে তাঁরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কেস সমাধান করে । সেইসঙ্গে দেখানো হবে কীভাবে তাঁরা অনেক কেস সমাধান করতে পারেন না বিভিন্ন কারণের জন্য । দেখানো হবে পুলিশ কর্মীদের ব্যক্তিগত জীবন । যেখানে কাজের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং টিমের সঙ্গে তাঁদের সম্পর্কের কথাও তুলে ধরা হবে । শুটিং শুরু হয়েছে ৮ জুলাই থেকে ।"

'হেডকোয়াটার্স লালবাজার'-র অন্যতম গুরুত্বপূর্ণ হল কস্টিউম । কস্টিউম ডিজ়াইন করেছেন সন্দীপ জাসওয়াল । ETV ভারত সিতারাকে সন্দীপ বলেন, "আমি ভীষণ এক্সাইটেড । এত ভালো কাজ হচ্ছে । পুলিশদের নিয়ে কাজ । খাকি উর্দির পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের সাদা পোশাকের পুলিশ । দু'টোকে মেনে নিয়ে কাজ করা সত্যি চাপের । সৌরসেনীকে আমি বহুদিন ধরে চিনি । মডেলিং দুনিয়া থেকে ওঁর সঙ্গে আমার আলাপ । কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হচ্ছে সৌরসেনীকে । একজন IPS অফিসারের চরিত্রে অভিনয় করছে ওঁ । পুরো বিষয়টাই একটা স্বপ্নের মতো । বাংলা ছবির জগতে একটা প্লাটফর্ম বলা যেতে পারে ।"

ওয়েব সিরিজ়ের দৃশ্য

আর্মি অফিসার হতে চেয়েছিলেন গৌরব চক্রবর্তী। তাই আর্মি বা পুলিশ এই ধরনের বিষয়ে তাঁর আগ্রহ বরাবরের । এই ওয়েব সিরিজ়ে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন গৌরব । ETV ভারত সিতারাকে তিনি বলেন, "আমার চরিত্রের নাম সাবির আহমেদ । সেও ওয়াটগঞ্জ থানার OC । এটা পোর্ট এলাকার আয়ত্তে পড়ে । গল্পটা শুরুই হচ্ছে, ওঁর এলাকায় এক যৌনকর্মীর মৃত্যু দিয়ে । সেটা আত্মহত্যা না খুন, তার অনুসন্ধান শুরু হয় । সেই অনুসন্ধান চালাতে গিয়ে এমন কিছু তথ্য বেরিয়ে পড়ে, যেটা খুব চাঞ্চল্যকর । এখান থেকেই শুরু গল্পের । এটা কিন্তু যেকোনও একটা গল্পকে কেন্দ্র করে নয় । একসঙ্গে একাধিক সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে । এমন এমন ঘটনা আছে, যা শুনলে গায়ে কাঁটা দেবে । আমাদেরও কাঁটা দিয়েছে । খুব ভালো করে রিসার্চ করা হয়েছে । আর যেহেতু এটা দু'টো ভাষায় তাই দর্শকের সংখ্যা অনেক বেশি । আমাদের কাজের পরিধি বেড়ে গেল । হিন্দি ছবি বাংলা থেকেও তৈরি হতে পারে । আগে তো তাই হত । মাঝে মুম্বইতে চলে গিয়েছিল পুরোটা । সেটা আবার আস্তে আস্তে ফিরে আসছে ।"

ওয়েব সিরিজ়ের দৃশ্য

এই ওয়েব সিরিজে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, কৌশিক সেন, সৌরসেনী মিত্র, 'একেনবাবু'খ্যাত অনির্বাণ, সুব্রত দত্ত । ১৬০টি চরিত্র আছে এই ওয়েব সিরিজে । একবার বাংলায় করে আবার একবার হিন্দিতে শুটিং করতে হচ্ছে । মানে ডবল খাটনি ।

Last Updated : Jul 14, 2019, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details