পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Koneenica Banerjee: সর্বজয়াকে টেক্কা দেবে সহচরী ? আশায় দেবশ্রীভক্ত কণীনিকা - কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের খবর

মিঠাইকে টেক্কা দিয়েছে সর্বজয়া (Sarbajaya)৷ এ বার কি তাকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ৷ শিগগিরই আসছে নতুন বাংলা ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori )। এই সিরিয়াল নিয়ে বেশ আশাবাদী মুখ্য চরিত্রের ভূমিকায় থাকা কণীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)৷

new tv serial aye tobe sohochori may beat sarbajaya, expects Koneenica Banerjee
সর্বজয়াকে টেক্কা দেবে সহচরী ? আশায় দেবশ্রীভক্ত কণীনিকা

By

Published : Sep 9, 2021, 2:24 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর :'সর্বজয়া' (Sarbajaya)-কে টেক্কা দিতে চায় সহচরী । কে এই সহচরী ? সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁকে চেনা খুব একটা কঠিন কাজ নয় । 13 সেপ্টেম্বর থেকে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন বাংলা ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori )। এখানে সহচরীর চরিত্রে দেখা যাবে কণীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)। আর সহচরীর যে সহচরী তাঁর নাম বরফি ৷ আসল নাম অরুণিমা ।

মাঝবয়সি সহচরী একজন নিপাট গৃহবধূ । সকলের ভালো থাকা নির্ভর করে তাঁর শ্রম, সচেতনতা আর যত্নের উপর । অথচ এই সহচরীই জীবনে বড় একা । কোনও বন্ধু নেই তাঁর । সহচরীর স্বপ্ন, সে উচ্চশিক্ষিত হবে । গোল্ড মেডেলিস্ট হবে । কিন্তু এই মাঝবয়সি এক মহিলা কীভাবে লেখাপড়া এগিয়ে নিয়ে যাবে ? স্বপ্ন যখন দেখেছেই, তখন ধারাবাহিকের বৈশিষ্ট্য অনুযায়ী গল্পের নায়িকার স্বপ্ন তো সফল হবেই ! কিন্তু কীভাবে, কার প্রেরণায়, কার সাহচর্যে পূরণ হবে সেই স্বপ্ন ? বোঝাই যায় বরফির সাহচর্যে । বাকিটা সময় বলবে । ঘটনার ঘনঘটা কীভাবে জমে সেটাই দেখার ৷

‘অন্দরমহল’-এর পর বেশ অনেকদিনের ব্রেক নিয়ে টেলিভিশনে ফিরলেন কণীনিকা । ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, কোথাও কী ‘অন্দরমহল’-এর পরমেশ্বরীর সঙ্গে সহচরীর মিল খুঁজে পাও ? কণীনিকার জবাব, “পরমেশ্বরী কিংবা সহচরী, তাঁরা সকলেই আমাদের সকলের খুব চেনা । আমাদের বড়িতেও আছেন তাঁরা । যেমন আমাদের মা, তাঁকে ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না । অথচ তাঁর জন্যই আমাদের সময় নেই । এতটাই ব্যস্ত আমরা । আমি যখন পরমেশ্বরী করতাম তখন আমি কিয়া (কণীনিকার মেয়ে)-র মা হইনি । আজ আমি রিয়েল লাইফেও একজন মা । আবার সহচরীও কিন্তু একজন মা । খুব সুন্দর নিজের রিয়েল আর রিল লাইফটা এক সুতোয় বেঁধে উপভোগ করব আমি ।"

আরও পড়ুন:Nusrat Jahan : যে বাবা, সে জানে সে-ই বাবা; স্পষ্ট নুসরত

অরুণিমার কথা বলতে গিয়ে কণীনিকা বলেন, "আমি মনে মনে এখনও সিক্সটিন । তাই অরুণিমার মতো একজন কলেজ পড়ুয়ার সঙ্গে আমার দারুণ ভাব জমেছে অফস্ক্রিনে । একইভাবে সহচরীর কলেজে প্রাণের সই হয়ে ওঠে বরফি । ফলে, সহচরীও মানসিকভাবে সিক্সটিন বলতে পারো । আসলে বন্ধুত্বের কোনও বয়স হয় না । আমার বেশিরভাগ বন্ধু আমার থেকে 20-25 বছরের বড় । তাঁরা সকলেই আমায় নিজেদের অনেক টপ সিক্রেট শেয়ার করেন । এমনকী আমার বোন আমার থেকে 6 বছরের ছোট । সেও তাঁর সিক্রেটস আমার কাছে খোলসা করে । পরমেশ্বরী তাঁর স্বামীর আগের পক্ষের মেয়ে জুজুর খুব ভাল বন্ধু হয়ে উঠেছিল । সেখানেও কিন্তু অসম বয়সের বন্ধুত্ব ছিল । সুতরাং সহচরী এবং পরমেশ্বরীর মধ্যে এই জায়গায় মিল তো আছেই ।”

ইন্দ্রনীল চট্টোপাধ্যায়

আরও পড়ুন:Alia Bhatt: ডার্লিংসের শ্যুটিং শেষ, আলিয়ার ডেবিউ প্রোডাকশন নিয়ে কী মত রণবীরের ?

'আয় তবে সহচরী'র স্লটে অন্য একটি চ্যানেলে দেবশ্রী রায়ের (Debashree Roy) 'সর্বজয়া' টিআরপি-তে ঝড় তুলেছে । সেটা কতটা চ্যালেঞ্জ ? কণীনিকা বললেন, "আমি প্রতিযোগিতায় নামিনি । আর প্রতিযোগিতায় নামব কার সঙ্গে বলো তো ? যাঁর আমি একনিষ্ঠ ভক্ত ? যাঁর অভিনয় দেখে আমার বড় হওয়া, তাঁর দিকে আমি চ্যালেঞ্জ ছুঁড়ব ? এটা হতে পারে না । আবার একইভাবে চাইব 'সর্বজয়া'-কে যেন 'আয় তবে সহচরী' টেক্কা দিতে পারে । যেহেতু আমি নিজে আছি তাই আমি তো চাইবই সবাই যেন আমাকেই বেশি দেখে বা বেশি ভালোবাসে ।"

আরও পড়ুন:Parambrata Ritabhari :ঋতাভরীই কি পরম-সুন্দরী ? ঘনিষ্ঠ ছবি ঘিরে সরগরম নেটপাড়া

ধারাবাহিকে বরফির চরিত্রে থাকছেন অরুণিমা হালদার । এটিই তাঁর প্রথম টেলিপর্দায় ডেবিউ । ‘নান্দিকার’-এ অভিনয় করেন অরুণিমা । ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী তিনি । সাংবাদিকদের ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি জানান, “আমি যখন কণীনিকাদি’কে হাত ধরে তুলছিলাম রীতিমতো কাঁপছিলাম । ছোট থেকেই ওঁর ভক্ত আমি । দিদির মতো একজন স্টারকে কাছ থেকে দেখা, তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করা – সব মিলিয়ে আমি নার্ভাস ছিলাম । দিদি সেটা বুঝতে পেরে আমায় বলেছিলেন, তুই কি নার্ভাস ? একদম নার্ভাস হবি না । এই কথা যখন এমন মাপের এক অভিনেত্রী বলেন, তখন অপরদিকের মানুষটির কনফিডেন্স লেভেল এমনিই বেড়ে যায় । আমারও সেটাই হয়েছিল । আমার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গিয়েছে দিদির । একবারও মনে হয় না দিদি আমার থেকে এতটা বড় । খুব ফ্রেন্ডলি ।”

আরও পড়ুন:Sabyasachi and Sandip Birthday: আজ দু'জনেরই জন্মদিন, বেণুদার সঙ্গে কেক কাটার গল্প শোনালেন বাবুদা

ধারাবাহিকে রয়েছেন ছন্দা চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে । এই প্রসঙ্গে আরও একটা তথ্য দিতেই হয় । এই প্রথমবার প্রযোজক হিসেবে ধরা দেবেন সাহানা দত্ত এবং অভিনেতা রোহিত সামন্ত । 13 সেপ্টেম্বর থেকে রাত 9 টায় প্রতিদিন টিভির পর্দায় ধরা দেবে 'আয় তবে সহচরী'।

ABOUT THE AUTHOR

...view details