পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রবিবারের নির্মল নস্টালজিয়া ফিরিয়ে আনছে টেলিভিশন - Thakurmar Jhuli

একটা সময় ছিল যখন টেলিভিশনের পরদায় বাচ্চাদের জন্য হরেক রকমের ধারাবাহিক তৈরি হত। কিন্তু যুগ বদলের সঙ্গে সঙ্গে মা, ঠাকুমা, বউমাদের চাহিদার কথা মাথায় রেখে ধারাবাহিকের প্লট পরিবর্তন ঘটল। শুরু হল পারিবারিক অশান্তি, অবৈধ সম্পর্ক, সামাজিক ব্যবধান অবলম্বনে তৈরি ধারাবাহিক। তবে সেই একচেটিয়া ধারাবাহিক এর পরিবর্তন ঘটাতে শুরু হয়েছে। ছোটো ছোটো বাচ্চাদের আগমন ঘটানো হল ধারাবাহিকে এবং তারাই ধীরে ধীরে হয়ে উঠল ধারাবাহিকের প্রধান চরিত্র। তবে গল্পের প্লট কমবেশি একইরকম থেকে গেল। কিন্তু, এবার সত্যিই পরিবর্তন আসতে চলেছে টেলিভিশন কনটেন্টে। ফিরে আসতে চলেছে সেই শৈশবকালের নস্টালজিয়া।

সোহিনী ও শুভশ্রী

By

Published : Feb 24, 2019, 3:35 PM IST

টেলিভিশনের পরদায় আসতে চলেছে একটি ফিকশন ও একটি নন-ফিকশন শো। নন ফিকশন শোটি হল 'এবার জমবে মজা' ও ফিকশন শোটি হল 'ঠাকুরমার ঝুলি'। 'এবার জমবে মজা' শোটিতে অ্যাঙ্কর হিসেবে দেখা যাবে 'ভজ গোবিন্দ' খ্য়াত 'রোহান'। আর এই শোয়ের বিচারপতির আসনে থাকবেন শুভশ্রী গাঙ্গুলি, বিশ্বনাথ বসু ও শিলাজিৎ মজুমদারকে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় শিশুশিল্পীদের সঙ্গে উঠতি শিশুশিল্পীদেরও দেখা যাবে এই শোয়ে।

ঠাকুরমার ঝুলি

আর অন্যদিকে 'ঠাকুরমার ঝুলি' শোয়ের অন্যতম প্রধান চমক নাট্যদুনিয়ার উজ্জ্বল ব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্তর উপস্থিতি। তিনিই ঠাকুমা, যার ঝুলি থেকে বেরোবে 'লালকমল নীলকমল' বা 'পাতালকন্যা মণিমালা'-র মতো গল্প। আজ থেকেই শুরু হবে এই দুই শোয়ের টেলিকাস্ট।

লাল কমল ও নীল কমল

ABOUT THE AUTHOR

...view details