কলকাতা, 26 মার্চ : ২৮ মার্চ থেকে টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (New serial Uran Tubri is Coming Soon)। তিন বোন আর তাদের দুঃখী মায়ের গল্পই প্রধান উপজীব্য এই ধারাবাহিকের । তুবড়ি, তোরা আর তিন্নি তাদের মায়ের সঙ্গে চপ ব্যবসা সামলায় ঠেলা গাড়িতে । তোরা আর তিন্নি শান্তশিষ্ট ।
কিন্তু তুবড়ি? সে ডাকাবুকো, প্রতিবাদী । অচেনা মানুষের প্রতি অন্যায় হলেও সে প্রতিবাদে গর্জে ওঠে । বাড়াবাড়ি দেখতে দু'চার ঘা বসিয়ে দিতেও তার হাত কাঁপে না । অথচ ঘরে সে নরম, সংসারী । এই মেয়ের জীবনে প্রেম আসবে কি? বাংলা ধারাবাহিকের নিয়মে আসা উচিত । আসবে বৈকি । তার জীবনে আসবে অর্জুন । কীভাবে গড়ে উঠবে প্রেম? দেখার দিন আসন্ন । তুবড়িদের বাবা অন্যত্র বিয়ে করে চলে গিয়েছেন স্ত্রী এবং তিন মেয়েকে ফেলে রেখে । কিন্তু কেন? সেদিকেও রয়েছে ঘটনার ঘনঘটা ।