পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Bangla Serial : ডিসেম্বরেই 'গাঁটছড়া' বাঁধবেন গৌরব-সোলাঙ্কি - Sholanki Roy

অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্টের প্রযোজনায় চলতি বছরের ডিসেম্বরেই টিভির পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’ ।

Bangla Serial
ডিসেম্বরেই 'গাঁটছড়া' বাঁধবেন গৌরব-শোলাঙ্কি

By

Published : Oct 31, 2021, 9:55 PM IST

Updated : Nov 1, 2021, 1:45 PM IST

কলকাতা, 31 অক্টোবর : টেলিভিশনের নতুন জুটি গৌরব-সোলাঙ্কি । আসছে শীতেই উত্তমকুমারের নাতির সঙ্গে 'গাঁটছড়া' বাঁধতে চলেছেন 'কাদম্বিনী' ৷ অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্টের প্রযোজনায় চলতি বছরের ডিসেম্বরেই টিভির পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’ ।

আরও পড়ুন:Urmila Matondkar : বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর

স্নিগ্ধা বসু (Snigdha Basu) ও সানি ঘোষ (Sunny Ghosh) প্রযোজিত ধারাবাহিকে এই প্রথমবার জুটি বাঁধবেন টেলিভিশনের পরিচিত মুখ গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chattopadhyay) ও সোলাঙ্কি রায় (Solanki Roy) । তাঁরা ছাড়াও ‘গাঁটছড়া’-য় অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) এবং শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharya) । এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন রিয়াজ । ‘গাঁটছড়া’ পরিচালনা করছেন সৌমেন হালদার (Soumen Halder) । এর আগে 'বকুল কথা', 'ফিরকি', 'রিমলি'-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিক পরিচালনা করেছেন সৌমেন । এবার গৌরব-শোলাঙ্কিকে নিয়ে শুরু হবে তাঁর নয়া সফর । এই ধারাবাহিকে 'বিয়ে' একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা গিয়েছে । 'জন্ম-মৃত্যু-বিয়ে', তিন বিধাতা নিয়ে- এই প্রবাদ ফের একবার প্রমাণের পালা এবার ।

আরও পড়ুন:Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট

স্নিগ্ধা বসু জানিয়েছেন, খুব শীঘ্রই শুরু হবে শুটিং । ডিসেম্বর থেকে শুরু হবে সম্প্রচার । 'মন ফাগুন' প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "ঋষি আর পিহুর দুজনের দুজনকে চিনে নেওয়ার পর্ব দেখতে হলে দর্শককে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে ।"

Last Updated : Nov 1, 2021, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details