পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নাচ-গান-কমেডি একসঙ্গে নিয়ে আসছে নতুন রিয়েলিটি শো - টুইঙ্কেল টুইঙ্কেল ডান্সিং স্টার্স

আসছে নতুন বাংলা রিয়েলিটি শো । নাম 'টুইঙ্কেল টুইঙ্কেল ডান্সিং স্টার্স'। নাচ, গান, কমেডি সবই থাকবে এই শো-তে ।

d
sdg

By

Published : Dec 3, 2019, 3:03 PM IST

কলকাতা : 5 ডিসেম্বর থেকে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো । নাম 'টুইঙ্কেল টুইঙ্কেল ডান্সিং স্টার্স'। এই শোয়ের মূল আকর্ষণ, এখানে খুদে প্রতিযোগিদের পাশাপাশি থাকবে সংগীত জগতের বিশিষ্ট গায়ক-গায়িকারা । এছাড়া কমেডি একটা বড় জায়গা করে নেবে শো-তে । শো হোস্ট করবেন RJ সায়ন । এই শো উপলক্ষ্যে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল । ছিলেন বিশ্বনাথ বসু, ভিনিতা চ্যাটার্জি, ঈশান, সমায়ণ সহ আরও অনেকে ।

নতুন রিয়েলিটি শো

এই শো-তে বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে প্রতিযোগীদের । 5 থেকে 12 বছর বয়সিরা যোগ দিতে পারবে এই শো-তে । শো-এর প্রতিটা এপিসোডের থিম একটি সিনেমা বা ছবিকে কেন্দ্র করে । আর সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে গানের সঙ্গে অভিনয় করতে হবে প্রতিযোগীদের ।

হিন্দিতে এই ধরনের শো এর আগে অনেক হলেও, বাংলাতে এই প্রথমবার । শো-তে যারা গায়ক-গায়িকা হিসেবে থাকবেন, সতীশ, কিঞ্জল, জোজো, মণীষা, অমিত গাঙ্গুলি, শোভন, স্নিগ্ধজিৎ । নিজেদের গলায় গান গাইতে দেখা যাবে অভিনেতাদেরও ।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details