পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পুজোর গান নিয়ে নস্টালজিক রূপঙ্কর - rupankar bagchi

আসছে রূপঙ্কর বাগচির পুজোর নতুন গান 'সময় থমকে দাঁড়ায়'। গানটি কম্পোজ় করেছেন শিলাদিত্য-রাজ । লিখেছেন সৈকত চট্টোপাধ্যায় ।

asd
sd

By

Published : Oct 6, 2020, 1:41 PM IST

কলকাতা : একটা সময় পুজো মানেই নতুন বাংলা গান তৈরি করা হত । কিন্তু, এখন পুজো উপলক্ষ্যে নতুন গান তৈরি করা হয় না । আর এবার সেই নস্টালজিয়াকেই তুলে ধরতে চলেছেন গায়ক রূপঙ্কর বাগচি । আসছে তাঁর পুজোর নতুন গান 'সময় থমকে দাঁড়ায়'। গানটি কম্পোজ় করেছেন শিলাদিত্য-রাজ । লিখেছেন সৈকত চট্টোপাধ্যায় । প্রযোজনা করেছে মিনিস্ট্রি অফ মিউজ়িক ।

এর আগে আশা ভোঁসলে, অমিত কুমার, উষা উথুপ, কুমার শানু, অভিজিতের মতো বহু সংগীতশিল্পীর জন্য গান কম্পোজ় করেছেন শিলাদিত্য ও রাজ । আর এবার পুজোর গান হিসেবে তাঁদের কম্পোজ়িশনে তৈরি 'সময় থমকে দাঁড়ায়' প্রথম মুক্তি পেতে চলেছে ।

.

এ প্রসঙ্গে শিলাদিত্য ও রাজ বলেছেন, "এই বছরটা খুব অদ্ভুত । তাও বাঙালি তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর জন্য তৈরি হচ্ছে । আমাদের মনে হল, এই সময় দাঁড়িয়ে পুজোর গান মানুষের মনোবলকে আরও একটুখানিকটা বাড়িয়ে দেবে । আর রূপঙ্করের সঙ্গে কাজ করতে পেরে আমরা খুশি । দর্শকের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details