কলকাতা : তমনাশের স্ত্রী নীরা। সে উপলব্ধি করে, পুরুষশাসিত সমাজের প্রচণ্ড দাপট। পুরুষনির্মিত সংসারনামক খেলাঘর বিসর্জন দিতে সক্ষম হয় সে। নাটকে অভিনয় করবেন চৈতী ঘোষাল, দেবশংকর হালদার, অঞ্জনা বসু সহ আরও অনেকে।
গল্প কেমন?
কলকাতা : তমনাশের স্ত্রী নীরা। সে উপলব্ধি করে, পুরুষশাসিত সমাজের প্রচণ্ড দাপট। পুরুষনির্মিত সংসারনামক খেলাঘর বিসর্জন দিতে সক্ষম হয় সে। নাটকে অভিনয় করবেন চৈতী ঘোষাল, দেবশংকর হালদার, অঞ্জনা বসু সহ আরও অনেকে।
গল্প কেমন?
একজন স্ত্রীর লড়াইয়ের গল্প। গোপনে একবার নীরা তার স্বামী তমরাশের জীবন বাঁচানোর তাগিদে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। কালিকার থেকে প্রচুর টাকা ধার করতে সে বাধ্য হয়েছিল। এভাবেই শুরু হয় গল্প। টাকা ধার নিয়ে চলতে থাকে সম্পর্কের মাঝে টানাপোড়েন। শেষমেশ নীরা তার সংসার ত্যাগ করতে বাধ্য হয়।
নাটকটির নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যা ৬:৩০টায় জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হবে নাটকটি।