পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মার্চের শেষেই মঞ্চস্থ হবে বিপ্লব চট্টোপাধ্যায়ের 'আবাসন প্রকল্প' - biplob chatterjee

মঞ্চস্থ হতে চলেছে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের নাটক । আগামী 31 মার্চ মঞ্চস্থ হবে তাঁর নির্দেশনায় নাটকের প্রথম শো 'আবাসন প্রকল্প'।

ংম
ংম

By

Published : Mar 15, 2020, 2:51 PM IST

কলকাতা : একজন ভালো অভিনেতা কখনওই অভিনয়কে বাদ দিয়ে কিছু ভাবতে পারেন না । তাই বারবার পিরে আসেন মঞ্চে বা শুটিং ফ্লোরে । বয়সকেও বাধা বলে মনে করেন না তাঁরা । আর সেখান থেকে ব্যতিক্রম নন বর্ষীয়া অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ও ।

চলছে নাটকের মহড়া

তাঁকে মাঝে মধ্যে দেখা যায় টেলিভিশনের পরদায় । বড়পরদায় শেষ দেখা গিয়েছে 'অসুর' ছবিতে । বরাবর মঞ্চ তাঁকে টেনেছে । আর সেই টান থেকে এখনও নিয়মিত থিয়েটার করেন বিপ্লববাবু । আগামী 31 মার্চ মঞ্চস্থ হবে তাঁর নির্দেশনায় নাটকের প্রথম শো 'আবাসন প্রকল্প'। নাটকের মহড়ায় উপস্থিত ETV ভারত সিতারা ।

নাটকের রচয়িতা চিরন্তন চক্রবর্তী । সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম তিমির । যে নানা অছিলায় বৃদ্ধ বৃদ্ধার থেকে বাড়ি হাতিয়ে একটি আবাসন তৈরি করতে চায় । তাই নাটকের নাম 'আবাসন প্রকল্প'। কয়েক বছর আগেও এই নাটকটি মঞ্চস্থ হয়েছে । সেসময় তিমিরের চরিত্রে অভিনয় করেছিলেন বিপ্লব চট্টোপাধ্যায় নিজেই । এখন তিনি অভিনয়ে নয়, পুরোদস্তুর নির্দেশনায় নিয়োজিত করেছেন নিজেকে ।

চলছে নাটকের মহড়া

নাটক সম্পর্কে বিপ্লববাবু বলেন, "নাটকের গল্প অত্যন্ত সুন্দর, চিরন্তন চক্রবর্তী রচিত গল্প বারবার ভালো লাগে আমার । যে কারণে ফের একবার এই নাটকটিকে মঞ্চে ফিরিয়ে আনতে চেয়েছি । আমরা যদি দর্শককে গ্রহণ করাতে পারি, নিশ্চয়ই তাঁরা এই নাটক গ্রহণ করবেন ।"

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details