পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের নতুন শাখার উদ্বোধন - branch

আজ উদ্বোধন করা হল বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের নতুন শাখার । খুব শিগগিরিই উত্তরবঙ্গেও আরও একটি শাখা খোলা হবে ।

বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ

By

Published : Aug 6, 2019, 8:19 PM IST

Updated : Aug 7, 2019, 2:33 PM IST

কলকাতা : বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের (BCP) শাখার উদ্বোধন । নতুন শাখাটির নাম 'অল ইন্ডিয়া ইভেন্টস অ্যাসোসিয়েশন' । জেনেরাল সেক্রেটারি পদে এলেন বাপ্পাদিত্য চক্রবর্তী ।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি, মলি পাল, নবকুমার গোস্বামী, মিলন ভৌমিক ও সুবীররঞ্জন দাস সহ একাধিক গুণিজন । সাক্ষী থাকল ETV ভারত সিতারাও ।

টলিউড ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কাজ করবে এই পরিষদ । তবে তাদের অভিযোগ, কাজ জানা অনেকেই ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না । অনেক সমস্যায় পড়তে হচ্ছে ইন্ডাস্ট্রিকে । তাই কর্মসূচি জোরাদার করতে শাখাটি গঠন করা হল । BCP-র তরফে আজ জানানো হয়, খুব শিগগিরিই উত্তরবঙ্গেও একটি শাখা খোলা হবে ।

ভিডিয়োয় শুনে নিন সুবীররঞ্জন দাস ও বাপ্পাদিত্য চক্রবর্তীর বক্তব্য...

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Last Updated : Aug 7, 2019, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details