কলকাতা, 7 সেপ্টেম্বর: শারদোৎসবের আর ঠিক এক মাস বাকি ৷ আর এই পুজোর আবহেই টেলিভিশনের পর্দায় আসছে 'উমা' (Uma)। ধারাবাহিকের (Bengali TV Serial) প্রোমোতে দুর্গাপুজোর আবহ ধরা পড়েছে ।
গল্পের উমা ক্রিকেটার হতে চায় । বড় দলের হয়ে খেলতে চায় । চায় মাঠ কাঁপাতে । কিন্তু এই স্বপ্নপূরণ করতে উমাকে কী কী করতে হয়, কোন কোন বাধার সম্মুখীন হতে হয় সেটাই দেখানো হবে 13 সেপ্টেম্বর থেকে ।
উমা নামে এক নিম্নমধ্যবিত্ত ঘরের মেয়ের গল্প বলবে সুশান্ত দাস প্রযোজিত ধারাবাহিক । সুশান্ত দাস এর আগেও খেলোয়াড় হওয়ার স্বপ্নে বিভোর মেয়েদের টিভির পর্দায় হাজির করেছেন । দিয়া, জয়ীর পর এ বার উমা । শুধু কি খেলোয়াড়েরা ? জবা, তিতলি, কৃষ্ণকলিরা কম কীসে ? তিতলি পাইলট । জবা একজন পরিচারিকা থেকে উকিল । কৃষ্ণকলিও কীর্তন গানের দুনিয়ায় ছাপ রেখেছে । এ বার পালা উমার ।
আরও পড়ুন:Akshay Kumar: আইসিইউ-তে মা, ব্রিটেনে শ্যুটিং ফেলে মুম্বই ফিরলেন অক্ষয়
চলতি বছর দেবী দুর্গার মর্ত্যে আগমনের আগেই গয়না বড়ি বিক্রেতা, তায় ক্রিকেটার হতে চাওয়া উমা হাজির হচ্ছে টেলিভিশনে । উমাও যেন হয়ে উঠবে দশভুজারই প্রতীক । উমার চরিত্রে দেখা যাবে নবাগতা শিঞ্জিনী চক্রবর্তীকে । শিঞ্জিনী একজন পেশাদার মডেল । এই প্রথমবার তাঁর টেলিব্রেক ।