পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাস্তব জীবনের ভয়ঙ্কর দিকগুলো দেখাবে 'সেকশন ৩০২'

বাংলা ধারাবাহিকের চিরাচরিত সাহিত্যধর্মী বা শাশুড়ি-বউমার ধারাবাহিক থেকে বেরিয়ে দর্শকদের জন্য আসছে ক্রাইম থ্রিলার সিরিজ় । নাম 'সেকশন ৩০২' ।

সেকশন ৩০২

By

Published : Jul 15, 2019, 2:26 PM IST

Updated : Jul 15, 2019, 3:01 PM IST

কলকাতা : বাংলা ধারাবাহিকের ঝুলিতে বিভিন্ন ধরনের গল্প থাকলেও ক্রাইম বা থ্রিলার নিয়ে খুব একটা কাজ দেখা যায়নি । এবার সেই চিরাচরিত সাহিত্যধর্মী বা শাশুড়ি-বউমার ধারাবাহিক থেকে বেরিয়ে দর্শকদের জন্য আসছে ক্রাইম থ্রিলার সিরিজ় । নাম 'সেকশন ৩০২' ।

প্রতি সপ্তাহে একটা করে গল্প দেখানো হবে । বাস্তব জীবনে ঘটে যাওয়া খুন বা ধর্ষণের ঘটনা ।

আজ থেকে শুরু হচ্ছে এই থ্রিলার সিরিজ়টি । এই সপ্তাহের প্রথম যে গল্প দেখানো হবে তার পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী । গল্পটির নাম ঘুন । প্রধান চরিত্রে অভিনয় করবেন চান্দ্রেয়ী ঘোষ, অনিন্দ্য় বোস ও লামা হালদার । এছাড়াও পরিচালক রিঙ্গো ব্যানার্জি ও সায়ন্তনী মুখার্জির কাজও দেখা যাবে এই সিরিজ়ে ।

দেখুন ভিডিয়ো

9 জুলাই এই সিরিজ় নিয়ে জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন IG সন্ধি মুখার্জি, ফায়ার সার্ভিসের প্রাক্তন DG ভি কুমার, তিতাস ভৌমিক, ইন্দ্রজিৎ জয় ভট্টাচার্য সহ আরও অনেকে ।

Last Updated : Jul 15, 2019, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details