কলকাতা : TRP তালিকায় বরাবরই বেশ ভালো জায়গায় থাকে 'কৃষ্ণকলি' । শ্যামা সংগীত গাওয়া শ্যামা দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিল খুব অল্প দিনের মধ্য়েই । তবে ধারাবাহিকের কাহিনি তো এক ভাবে চলতে পারে না, পরিবর্তন আনতেই হয় । ধারাবাহিকের সাম্প্রতিকতম পরিবর্তনে একেবারেই খুশি হল না দর্শক । বোঝা গেল, তাদের ভালোবাসার শ্যামাকে অপরিবর্তিতই দেখতে চান তারা ।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, মারা যাচ্ছে শ্যামা । তবে গল্পের হিরোইনকে মাঝপথে মেরে দিলে গল্প এগোবে কী করে ? তাই তাকে ফিরিয়ে আনতে হবে । কীভাবে ? গ্রামের সরল সাদাসিধে শ্যামবর্ণা শ্যামা ফিরল একেবারে বাইকে চেপে, গায়ে লেদার জ্যাকেট চাপিয়ে । স্ট্রেট চুল হয়ে উঠল কার্লি, হাবভাবে ফুটে উঠল শহুরে ছাপ । তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হল, রাতারাতি বদলে গেল তার গায়ের রং । কালো শ্যামা ফর্সা হয়ে গেলেন ।