পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিপাকে নেটফ্লিক্সের 'বম্বে বেগমস', সিরিজ় বয়কটের ডাক - নেটফ্লিক্স বম্বে বেগমস

বিপাকে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ় 'বম্বে বেগমস' । সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিরিজ়ে নাকি তরুণ প্রজন্মকে খারাপভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা অনেককে বিপথে চালিত করতে পারে..এই অভিযোগে সিরিজ়টি বয়কটের আবেদন জানাল এনসিপিসিআর অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ।

Bombay Begums asked to stop streming
Bombay Begums asked to stop streming

By

Published : Mar 12, 2021, 12:46 PM IST

মুম্বই : নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অরিজিনাল সিরিজ় 'বম্বে বেগমস' । নারীকেন্দ্রিক এই সিরিজ়ে মুম্বই শহরের অনেক অন্ধকার দিক ফুটিয়ে তোলা হয়েছে । তরুণ প্রজন্মকে ড্রাগের নেশা, নির্বিচারে যৌন সঙ্গম করতেও দেখা গেছে । এহেন কনটেন্টের কারণেই বিপাকে 'বম্বে বেগমস' ।

এনসিপিসিআর অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস সিরিজ়টি বন্ধ করার ডাক দিয়েছে । পরদায় এমন কনটেন্ট দেখলে নতুন প্রজন্ম বিপথে চালিত হতে পারে, এই অভিযোগে 'বম্বে বেগমস'-এর স্ট্রিমিং বন্ধ করার আবেদন জানানো হয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষকে ।

কমিশনের তরফ থেকে নেটফ্লিক্সকে একটি নোটিস পাঠানো হয়েছে । আগামী 24 ঘণ্টার মধ্যে সিরিজ়টি নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মকে । যদি তা না করা হয়, তাহলে আইনি পদক্ষেপ নেবে এনসিপিসিআর ।

....

ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা হচ্ছে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি দপ্তরে । সিনেমা বা টেলিভিশনে সম্প্রচারের ক্ষেত্রে যেমন কিছু নিয়মবিধি মেনে চলতে হয়, ওটিটির ক্ষেত্রেও সেই ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র ।

তাই এখন খুব ভেবেচিন্তে কনটেন্ট বাছাই করছে প্ল্যাটফর্মগুলো । 'ফ্যামিলি ম্যান' বা 'পাতাল লোক'-এর দ্বিতীয় সিজ়নের মুক্তি এই কারণেই পিছিয়ে গেছে বলে মনে করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details