মুম্বই : নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অরিজিনাল সিরিজ় 'বম্বে বেগমস' । নারীকেন্দ্রিক এই সিরিজ়ে মুম্বই শহরের অনেক অন্ধকার দিক ফুটিয়ে তোলা হয়েছে । তরুণ প্রজন্মকে ড্রাগের নেশা, নির্বিচারে যৌন সঙ্গম করতেও দেখা গেছে । এহেন কনটেন্টের কারণেই বিপাকে 'বম্বে বেগমস' ।
এনসিপিসিআর অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস সিরিজ়টি বন্ধ করার ডাক দিয়েছে । পরদায় এমন কনটেন্ট দেখলে নতুন প্রজন্ম বিপথে চালিত হতে পারে, এই অভিযোগে 'বম্বে বেগমস'-এর স্ট্রিমিং বন্ধ করার আবেদন জানানো হয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষকে ।
কমিশনের তরফ থেকে নেটফ্লিক্সকে একটি নোটিস পাঠানো হয়েছে । আগামী 24 ঘণ্টার মধ্যে সিরিজ়টি নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মকে । যদি তা না করা হয়, তাহলে আইনি পদক্ষেপ নেবে এনসিপিসিআর ।
ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা হচ্ছে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি দপ্তরে । সিনেমা বা টেলিভিশনে সম্প্রচারের ক্ষেত্রে যেমন কিছু নিয়মবিধি মেনে চলতে হয়, ওটিটির ক্ষেত্রেও সেই ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র ।
তাই এখন খুব ভেবেচিন্তে কনটেন্ট বাছাই করছে প্ল্যাটফর্মগুলো । 'ফ্যামিলি ম্যান' বা 'পাতাল লোক'-এর দ্বিতীয় সিজ়নের মুক্তি এই কারণেই পিছিয়ে গেছে বলে মনে করা হচ্ছে ।