মুম্বই, 27 মার্চ:আজ বিশ্ব নাট্য দিবস ৷ এই বিশেষ দিনে থিয়েটারের প্রতি নিজেদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন বলিউডের তাবড় তারকারা ৷
বলিউডের অধিকাংশ অভিনেতা অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় মঞ্চ থেকে ৷ ভবিষ্যত্ জীবনে বড় পর্দায় পা রাখলেও নাটকের আবেগ থেকে বেরিয়ে আসতে পারেন না অনেকেই ৷ তা আরও একবার প্রমাণিত হল বিশ্ব নাট্য দিবসে ৷ বলিউডের নানা সেলিব্রিটির মঞ্চের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ঝড়ে পড়ল সোশ্যাল মিডিয়ার পাতায় ৷ অনুপম খের থেকে শুরু করে নীনা গুপ্তা, শ্রেয়স তলপাড়ে-সহ অনেকেই মঞ্চাভিনয়ের পুরনো ছবি পোস্ট করলেন এই বিশেষ দিনে ৷
আরও পড়ুন:সৈকতে বিকিনি পরে লিজ়া হেডেন, দেখালেন বেবি বাম্প