মুম্বই : 15 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সই করে মোট 30 হাজার টাকা দিয়ে মাদক মামলায় জামিন পেলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া । NCB-র এক অফিশিয়াল এমনটাই জানিয়েছেন IANS-কে ।
অবৈধ ড্রাগ নেওয়ার অভিযোগে কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেপ্তার করে NCB । তাঁদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতে রাখার নির্দেশ দেয় বিশেষ NDPS আদালত । তারপরেই জামিনের আবেদন জানান দম্পতি ।
ভারতী আর হর্ষের এই গ্রেপ্তারি সাড়া ফেলে দিয়েছে পুরো বিনোদন দুনিয়ায় । অনেকেই সোশাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানিয়েছেন যে, নিজেদের ভুল স্বীকার করে নেশামুক্তির চেষ্টা করা উচিত দম্পতিকে ।
ভারতী ও হর্ষর বিরুদ্ধে বেআইনি মাদক সেবনের অভিযোগ ওঠে । সেই মতো তাঁদের বাড়িতে তল্লাশি চালায় NCB । সেখান থেকে 86.5 গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে ।
এরপর দু'জনকে NCB অফিসে ডেকে পাঠানো হয় । কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতী আর হর্ষ নাকি স্বীকার করে নেন গাঁজা সেবনের কথা । আর তারপরেই গ্রেপ্তার করা হয় তাঁদের ।