কলম্বো, 8 এপ্রিল: বেনজির কাণ্ড শ্রীলঙ্কার সুন্দরী প্রতিযোগিতায় ৷ মিসেস শ্রীলঙ্কার শিরোপা এক সুন্দরীর মাথায় তুলে দেওয়ার পরই তা কেড়ে নেওয়া হল ৷ তিনি স্বামীর সঙ্গে থাকেন না বলে সেই মুকুট তুলে দেওয়া হল দ্বিতীয় স্থানাধিকারীর মাথায় ৷ গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে ৷ চাপের মুখে সেরার শিরোপা পাওয়া সুন্দরীকেই মুকুট ফিরিয়ে দিয়েছেন আয়োজকরা ৷
গত সপ্তাহে শ্রীলঙ্কায় হয় মিসেস শ্রীলঙ্কা সুন্দরী প্রতিযোগিতা ৷ সেখানেই টানটান লড়াইয়ের পর সেরা হিসেবে নাম ঘোষণা করা হয় পুষ্পিকা ডি সিলভার ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, পুষ্পিকার নাম ঘোষণা হতেই তাঁর মাথায় সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন ক্যারোলিন জুরি ৷ পরে ক্যারোলিন ফের মঞ্চে আসেন এবং বলেন, পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ শুধুমাত্র বিবাহিতা মহিলারাই মিসেস শ্রীলঙ্কা জেতার জন্য যোগ্য ৷ তাঁর কথায়, "আপনাকে বিবাহিতা হতে হবে, ডিভোর্সি হলে চলবে না ৷ এটাই নিয়ম ৷ তাই আমার প্রথম পদক্ষেপ ফিরিয়ে নিয়ে জানাচ্ছি, মুকুট যাচ্ছে প্রথম রানার-আপের মাথায় ৷" এই বলেই পুষ্পিকার মাথা থেকে মুকুট খুলে নেন তিনি ৷ মুকুট খোলার সময় পুষ্পিকার চুল থেকে তা ছাড়াতে চুল ধরে একপ্রকার টানাটানি শুরু করেন ক্যারোলিন ৷ টেনে-হিঁচড়ে মুকুট খুলে নিয়ে তিনি প্রথম রানার-আপের মাথায় তা পরিয়ে দেন ৷ অপমানে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান পুষ্পিকা ৷