কলকাতা : টেলিভিশনের পরদায় প্রতিভাবানদের সুযোগ করে দিতে শুরু হয় রিয়্যালিটি শো সুপার সিঙ্গার জুনিয়র । নতুন প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে শো'টি । একই ফরম্যাটে শুরু হতে চলেছে নতুন ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র' ।
ডান্স গুরু হিসেবে ছোটো পরদায় ফিরছেন মিঠুন চক্রবর্তী - Bangla
অনেকদিন ক্যামেরা থেকে দূরে থেকেছেন । অসুস্থতার কারণে অভিনয় করেননি ছবিতেও । এবার ফের ডান্স গুরু হিসেবে ছোটো পরদায় ফিরছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । একটি বাংলা ডান্স রিয়্যালিটি শো'তে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।
মিঠুন চক্রবর্তী
নতুন এই শোয়ের মাধ্যমে ছোটো ছোটো ছেলেমেয়েরা নিজেদের ডান্সার হিসেবে আরও ভালো করে তৈরি করার সুযোগ পাবে । এই শোয়ের হাত ধরে ফের বাংলা ছোটো পরদায় ফিরছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । অসুস্থতার জন্য তিনি বর্তমানে কোনও ছবিতে অভিনয় করছেন না । তবে এই শো'তে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।
মহাগুরুর সঙ্গে এই শো'তে বিচারক হিসেবে রয়েছেন টলিউডের অন্যতম অভিনেত্রী শ্রাবন্তী ও অভিনেতা সোহম । 21 সেপ্টেম্বর থেকে 'ডান্স ডান্স জুনিয়র' দর্শকদের সামনে আসতে চলেছে ।
Last Updated : Sep 9, 2019, 8:46 AM IST