পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের সঞ্চালকের ভূমিকায় মিঠুন - যীশু সেনগুপ্ত

রোমান্টিক নৃত্যে উষ্ণতা ছড়াতে দেখা যাবে মোহর সিরিয়ালের দুই মুখ প্রতীক ও সোনামণিকে। সিরিয়ালের যতই ঝগড়া হোক তবে এই অ্যাওয়ার্ড শোতে প্রেম দেখাবে শান্টু পূর্ণা কে । পাশাপাশি রয়েছে সাঁঝের বাতির চারু আর্য রোমান্টিক পারফারমেন্স ।

মিঠুন চক্রবর্তী ও যীশু সেনগুপ্ত
মিঠুন চক্রবর্তী ও যীশু সেনগুপ্ত

By

Published : Mar 30, 2021, 9:53 PM IST

কলকাতা, 30 মার্চ: আগামী 4 এপ্রিল সম্প্রচারিত হবে একটি বেসরকারি চ্যানেলের পরিবার অ্যাওয়ার্ড । প্রতি বছরের মতো এবারও নাচে-গানে গ্ল্যামারে ভরপুর এই অ্যাওয়ার্ড শো । একদিকে মিঠুন চক্রবর্তী ও যীশু সেনগুপ্ত জুটির সঞ্চলনা, অন্যদিকে দেব-রুক্মিণী পাওয়ার পারফরমেন্স । সঙ্গে রয়েছে মনামী, যার অসাধারণ নৃত্যের প্রতিভায় মুগ্ধ গোটা বাংলা । তবে এই সমস্ত তারকাদের পাশাপাশি রয়েছেন সিরিয়ালের জনপ্রিয় জুটিরা ।

রোমান্টিক নৃত্যে উষ্ণতা ছড়াতে দেখা যাবে মোহর সিরিয়ালের দুই মুখ প্রতীক ও সোনামণিকে। সিরিয়ালের যতই ঝগড়া হোক তবে এই অ্যাওয়ার্ড শোতে প্রেম দেখাবে শান্টু পূর্ণা কে । পাশাপাশি রয়েছে সাঁঝের বাতির চারু আর্য রোমান্টিক পারফারমেন্স । 'তিতলির' মধুপর্না ও 'ওগো নিরুপমার' মুখ্য চরিত্র নিরুপমার প্রথম স্টার পারিবার অ্যাওয়ার্ডস এটা ৷ স্বাভাবিকভাবেই খুব উচ্ছসিত তাঁরা ।

আরও পড়ুন :বিশ্ব নাট্য দিবসে আবেগী পোস্ট নীনা গুপ্তা, অনুপম খেরদের

তবে যে প্রশ্নটি সবার মনে বাস্তবায়িত কৌশিক ও তৃণা দুজন দুই রাজনৈতিক শিবিরে নাম লিখিয়েছেন । সিরিয়ালয়েও প্রায় দিন তাদের ঝগড়া লেগেই থাকে । তবে আওয়ার্ড শো তে কি সৌজন্য ও গুণগুণকে একসঙ্গে দেখা যাবে? এখন প্রশ্ন সেটাই ।

ABOUT THE AUTHOR

...view details