পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mishmee Das leaving Kolkata: সপরিবারে কলকাতা ছাড়ছেন মিশমি, বিদায়ের আগে আইবুড়ো ভাত দিল ঊর্মিরা ? - ei poth jodi na sesh hoy

অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার পর সপরিবারে কলকাতা ছাড়ছেন মিশমি দাস (Mishmee Das leaving Kolkata) ৷ তাঁকে বিদায় সম্বর্ধনা জানাল টিম 'এই পথ যদি না শেষ' (ei poth jodi na sesh hoy) ৷

mishmee-das-leaving-kolkata-with-her-family-team-ei-poth-jodi-na-sesh-hoi-arranges-farewell-party
সপরিবারে কলকাতা ছাড়ছেন মিশমি, বিদায় সম্বর্ধনা ঊর্মিদের

By

Published : Jan 30, 2022, 3:18 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: অভিনয় থেকে বিরতি নিচ্ছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das leaving Kolkata)। কলকাতা ছাড়ছেন 'এই পথ যদি না শেষ হয়' (ei poth jodi na sesh hoy) হয় ধারাবাহিকের রিনি । তাঁর বিয়ে নিয়ে জল্পনার মধ্যেই তাঁকে বিদায় জানাতে ঊর্মিরা তাঁকে যে ভাবে খাওয়ালেন, তাতে অনেকেই মনে করছেন আইবুড়ো ভাত খাওয়ানো হল মিশমিকে (Mishmee Das marriage rumour) ৷ যদিও বিয়ের জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী স্বয়ং ৷

বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়' (Bengali serial) ৷ গল্পের নায়িকা মানেই তার জীবনে যুদ্ধ, চ্যালেঞ্জ নিরন্তর । এই গল্পের নায়িকা ঊর্মিও ব্যতিক্রমী নয় । দর্শক জানে তার জীবনে এই মুহূর্তে কী চলছে । গল্পের নায়িকা হেরে যাবে এমনটাও তো হয় না কখনও । হারবে না ঊর্মিও । নিজের প্রধান শত্রু রিনিকে সে এ বার উপযুক্ত শিক্ষা দেবে । 28 জানুয়ারি সেই পর্বই দেখল দর্শক ৷ রিনিকে বাড়ি থেকে বের করেই ছাড়বে ঊর্মি, এই তার প্রতিজ্ঞা । তা হলে কি রিনি চরিত্রটি শেষ হতে চলেছে ? নাকি সে ষড়যন্ত্র চালিয়ে যাবে ? এই প্রশ্ন বেশ কয়েকদিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায় । উত্তরও হাজির । শুধু ঊর্মি-সাত্যকির জীবন থেকে নয়, এই রিনির বিদায় ঘটবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকেও । তবে চিরকালের জন্য নয় । সামান্য বিরতি নিচ্ছেন নিজেকে সময় দেওয়ার জন্য ৷

তবে এ প্রসঙ্গে আরও একটা প্রশ্ন থেকে যায়, তা হলে কি রিনির চরিত্রে আসবেন অন্য কোনও অভিনেত্রী ? সময় দেবে উত্তর ।

আরও পড়ুন:Save the Mothers: সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প শোনাবে 'সেভ দ্য মাদার্স'

ইনস্টাগ্রাম স্টোরিতে মিশমি লেখেন, "টেলিভিশন আমাকে জীবনে সবকিছু দিয়েছে । আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি নিজের পরিশ্রমের উপর ভর করেই আজ এই জায়গায় পৌঁছেছি । এই সফরে অনেক মানুষ আমার পথপ্রদর্শক হয়েছে, তোমরা জানো তোমরা কারা । এই অতিমারির সময়ে জীবন, কাজ, কেরিয়ার - সবকিছুই খুব অনিশ্চিত । আমি সত্যিই সৌভাগ্যবান যে আমি ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘রিসতো কা মানঝা’ টিমের সঙ্গে কাজ করতে পেরেছি । টিনা আর রিনি আমার হৃদয়ের খুব কাছের ।"

মিশমি আরও লেখেন, "শেষ কয়েক মাস আমার জন্য খুব কঠিন ছিল, আমি একইসঙ্গে দুটো মেগাতে কাজ করেছি । কিন্তু এই অতিমারি আমাকে শিখিয়েছে জীবনের কোনও কোনও সময় বিরতি নেওয়া প্রয়োজন । প্রয়োজন নিজের উপর ফোকাস করা । নিজেকে খোঁজবার নতুন যাত্রা শুরু করা উচিত । জানি না আগামীতে কী হবে, তবে আমি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবার আগে সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁদের জন্য আমি আজ এই জায়গায় । আমি খুব বিনম্র ভাবে এই সময়টায় একটু গোপনীয়তা প্রার্থনা করছি ।"

আরও পড়ুন:Chandreyee Celebrates the Republic day : পিছিয়ে পড়া বাচ্চাদের সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালন চান্দ্রেয়ীর

পর্দায় যতই চুলোচুলি থাক না কেন, বাস্তবে মিশমিকে প্রাণ দিয়ে ভালবাসে ঊর্মি অর্থাৎ অন্বেষা । তাই শেষ দিনের শুটিংয়ে চোখের জলে ভাসলেন দু‘জনেই । গোটা ইউনিট এদিন মিশমিকে পাত পেড়ে খাওয়ালেন । ছিল নানাবিধ উপহার ।

অনেকেই মিশমিকে পাত পেড়ে খাওয়ানোর ছবি, ভিডিয়ো দেখে মনে করেছেন যে তাঁকে আইবুড়ো ভাত দেওয়া হল । রীতিমতো প্রদীপ জ্বেলে, পাঁচ রকমের ভাজা দিয়ে, মাথায় আশীর্বাদ করে খাওয়ানো হয় মিশমিকে । ঠিক যেমন বাঙালি বাড়িতে কারওকে আইবুড়ো ভাতে খাওয়ানো হয় । ফলে, এমন ভাবনা জনগণের অন্যায় কিংবা অমূলক নয় । তবে অভিনেত্রী সেই জল্পনায় জল ঢেলেছেন । তিনি জানিয়েছেন যে, বিয়ে করছেন না । সামান্য বিরতি নিচ্ছেন কাজ থেকে । সময় দেবেন নিজেকে এবং পরিবারকে । এখন সময় জানান দেবে আসলে কী ঘটতে চলেছে ।

ABOUT THE AUTHOR

...view details