পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মহীনের ঘোড়াগুলি'-র রঞ্জন ঘোষালের বিরুদ্ধে মি টু অভিযোগ যুবতির

অভিযোগ, ওই যুবতিকে একাধিক অশ্লীল মেসেজ করতেন রঞ্জন ঘোষাল । সোশাল মিডিয়ায় তার প্রমাণও তুলে ধরেছেন তিনি ।

ছবি

By

Published : Oct 22, 2019, 12:58 PM IST

কলকাতা, 22 অক্টোবর : 'মহীনের ঘোড়াগুলি'-র অন্যতম সদস্য রঞ্জন ঘোষালের বিরুদ্ধে মি টু অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় সরব এক যুবতি । অভিযোগ, স্কুলে পড়ার সময় তাঁকে অশ্লীল মেসেজ করতেন রঞ্জন । সোশাল মিডিয়ায় তার প্রমাণও তুলে ধরেছেন তিনি । এই ঘটনায় রঞ্জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

সাতের দশকের মাঝামাঝি সময় । গান গেয়ে যথেষ্ট খ্যাতি কুড়িয়েছিল বাংলা ব্যান্ড 'মহীনের ঘোড়াগুলি'। গৌতম চট্টোপাধ্যায় ছিলেন যার অন্যতম শ্রষ্ঠা । ব্যান্ডের সদস্যরা নিজেদের ঘোড়া বলেই পরিচয় দিতেন । এই ব্যান্ডের অন্যতম সদস্য রঞ্জন ঘোষাল । আর এবার 'মি টু'র সঙ্গে জড়িয়ে পড়েছে তাঁর নাম । তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী । সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "রঞ্জন ঘোষাল একজন মলেস্টার । যাঁরা ওঁনার বিরুদ্ধে লিখেছেন তাঁরা বহুদিন আগের কথা লিখেছেন । ভেবেছেন হয়ত উনি বদলে গেছেন । কিন্তু, উনি বদলাননি । উনি এখনও অমানুষ রয়ে গেছেন । রঞ্জন ঘোষাল হইতে সাবধান । উনি প্রতিভাবান হতেই পারেন । কিন্তু, নিঃসন্দেহে একজন খারাপ মানুষ ।"

ঘটনা বছর তিনেক আগের । ওই ছাত্রীর বয়স তখন 16 । স্কুলে পড়তেন । তিনি লিখেছেন, “বড় বড় মানুষের সান্নিধ্য পেলে ভাবতাম বর্তে গেলাম । সেরকমই এক সময় তাঁর (রঞ্জন ঘোষাল) সঙ্গে আমার আলাপ । আমি যাকে বলে গদগদ, আহ্লাদিত, গর্বিত প্রাণ । তিনি আমার প্রশংসা করলেন । নিজে থেকে ফোন করেই দরাজ গলায় গান ধরলেন । আমায় ভালোবেসে নাম দিলেন বাবুই । তাঁর নাম হল মশাই । দিনে রাতে ফোন করতেন । আমার তখন মাটিতে পা না পড়ার মতো অবস্থা । তিনি আমার ছবি চাইছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে । ভালোবাসার কী উন্মাদনা ।"

16 বছর বয়সেই যদি এই অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন তাহলে এতদিন পর কেন বিষয়টিকে সামনে আনছেন ? এ প্রসঙ্গে ওই ছাত্রী বলেন, "ভুলেই গেছিলাম । বিষয়টা নতুন করে মনে করিয়ে দিল কয়েকজন বন্ধু । যাদের সবটা বলেছিলাম । তারা বলল আমার সবাইকে বিষয়টা জানানো উচিত । বাকিরা যা লিখেছে তার কোনও প্রত্যক্ষ প্রমাণ দেখাতে পারেননি । ফলে যাঁরা বিশ্বাস করেননি তাঁদের বলছি, আমার কাছে প্রমাণ রয়েছে। দেখে নিন ।" সোশাল মিডিয়ায় রঞ্জন ঘোষালের সঙ্গে তাঁর কথোপকথনের একাধিক স্ক্রিনশট শেয়ার করেছেন ওই যুবতি । যদিও তার সত্যতা যাচাই করেনি ETV ভারত ।

এদিকে 15 বছর আগে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রঞ্জন ঘোযালের বিরুদ্ধে । সেই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন রঞ্জন । সোশাল মিডিয়ায় তিনি পোস্ট করে লিখেছিলেন, "আমি অনুতপ্ত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী । 15 বছর আগে এক যুবতি আমার বিরুদ্ধে মামলা করেছিল । পরে অবশ্য তা প্রত্যাহার করে নেয় ।" যদিও পরে এই পোস্ট সরিয়ে দেন রঞ্জন ঘোষাল ।

ABOUT THE AUTHOR

...view details