পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Pilu: গানে গানে শুরু হচ্ছে গৌরবের নয়া সফর, আসছে পিলু - গৌরব রায়চৌধুরীর ধারাবাহিক

অভিনেতা গৌরব রায়চৌধুরীর (Gourab Roy Chowdhury) সঙ্গে ছোট পর্দায় অভিষেক ঘটতে চলেছে মেঘা দাঁয়ের (Megha Daw) ৷ আসছে বাংলা ধারাবাহিক 'পিলু' (Pilu)।

megha-daw-making-debut-in-gourab-roy-chowdhurys-mega-serial-pilu
গানে গানে শুরু হচ্ছে গৌরবের নয়া সফর, আসছে পিলু

By

Published : Nov 1, 2021, 5:01 PM IST

Updated : Nov 1, 2021, 6:15 PM IST

কলকাতা, 1 নভেম্বর: ছোট পর্দায় আসছে নতুন বাংলা ধারাবাহিক (Bengali Serial) 'পিলু' (Pilu)। নয়া ইমেজ নিয়ে ফিরছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী (Gourab Roy Chowdhury)। এবার তাঁর বিপরীতে নবাগতা মেঘা দাঁ (Megha Daw)।

গৌরব রায়চৌধুরীর সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন আরেক নবাগতা । নাম মেঘা দাঁ । 'ডান্স বাংলা ডান্স' খ্যাত মেঘার অভিষেক ঘটতে চলেছে মেগা সিরিয়ালে । তাও আবার গৌরবের মতো বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতার সঙ্গে । বলা বাহুল্য, টেলি পর্দায় গৌরবের সঙ্গে জুটি বেঁধে ডেবিউ করেছেন শ্রুতি দাস এবং অর্কজা আচার্য । এবার পালা মেঘার ।

ধারাবাহিকের নাম 'পিলু'। এখানে মেঘাকে দেখা যাবে পিলুর চরিত্রে । ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রের নামই দুটি রাগের নাম অনুযায়ী । গৌরবের নামটা চমক হিসেবেই রাখতে চেয়েছেন গৌরব স্বয়ং ।

আরও পড়ুন:Avijatrik: আন্তর্জাতিক মঞ্চে পুরস্কারের হ্যাটট্রিক অর্জুন-দিতিপ্রিয়ার অভিযাত্রিকের

মছলন্দপুরের মেয়ে এই মেঘা । রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি । নাচ নিয়েই পড়াশোনা করছেন । তবে এই ধারাবাহিকে গানে গানে পথ চলবেন মেঘা এবং গৌরব দু'জনেই ।

এই ধারাবাহিকের গল্প আদ্যোপান্ত প্রেমে মোড়া হলেও থাকবে গানের আধিপত্য । গৌরব আর মেঘা ছাড়াও এই ধারাবাহিকে মেঘার মায়ের চরিত্রে দেখা যাবে ময়না বন্দ্যোপাধ্যায়কে । প্রোমো শুট হয়ে গিয়েছে পুরুলিয়াতে । খুব শিগগিরই হাজির হবে প্রোমো ।

আরও পড়ুন:Bangla Serial : ডিসেম্বরেই 'গাঁটছড়া' বাঁধবেন গৌরব-সোলাঙ্কি

সংশ্লিষ্ট চ্যানেলের প্রযোজনাতেই আসছে এই ধারাবাহিক । এই চ্যানেলেই 'ত্রিনয়নী' ধারাবাহিকে দর্শকের মন জয় করেছিল গৌরব-শ্রুতি জুটি । এবার পালা গৌরব-মেঘার । বাকিটা সময় বলবে ।

আরও পড়ুন:Mini: শুটিং শেষ, পোস্ট প্রোডাকশনের পথে মিমির 'মিনি'

Last Updated : Nov 1, 2021, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details