পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা পরিস্থিতিকে কেন্দ্র করে তথ্যচিত্র অতনু ঘোষের - atanu ghosh

গোটা বিশ্বের প্যান্ডেমিক পরিস্থিতির উপর একটি তথ্যচিত্র তৈরি করছেন তিনি । যদিও সেই কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । কিন্তু, এই কাজটি নিয়েই এখন মেতে আছেন 'রবিবার' ছবির পরিচালক ।

sdf
sdf

By

Published : Sep 1, 2020, 2:30 PM IST

কলকাতা : কোরোনা, লকডাউন, কোরোনা পরিস্থিতি, এই সবকিছু আমাদের অনেকের মধ্যেই অনেক পরিবর্তন এনেছে । অনেকের চোখেই ধরা পড়ছে সেই পরিবর্তন । সবার মধ্যের এই পরিবর্তন উপলব্ধি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অতনু ঘোষ । প্যানডেমিক নিয়ে ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন তিনি । জানালেন ETV ভারতকে ।

গোটা বিশ্বের প্যান্ডেমিক পরিস্থিতির উপর একটি তথ্যচিত্র তৈরি করছেন তিনি । যদিও সেই কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । কিন্তু, এই কাজটি নিয়েই এখন মেতে আছেন 'রবিবার' ছবির পরিচালক ।

এ প্রসঙ্গে অতনু বলেন, "পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষই আমাকে ফুটেজ পাঠাচ্ছেন প্যান্ডেমিকের । ফরম্যাটটা তাই । এই ফুটেজ সংগ্রহের কাজ এখনও চলছে । এখনও পর্যন্ত 11টি ফুটেজ পেয়েছি । আরও বেশ কিছু পাব । সেটা পাওয়ার পর, এডিটিংয়ের কাজ শুরু করব । এই গোটা সময়টায় প্যান্ডেমিকের ফলে জীবন সম্পর্কে আমাদের ধারণার যে পরিবর্তন হয়েছে সেটাই তুলে ধরব এই তথ্যচিত্রে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details