হায়দরাবাদ, 7 মার্চ : ফ্য়াশন ডিজাইনার তথা বলি অভিনেত্রী মাসাবা গুপ্ত তাঁর বাবা প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের জন্মদিনে একটি আবেগি পোস্ট শেয়ার করেছেন (Masaba Gupta birthday post for Vivian Richards) ৷ মাসাবা হলেন অভিনেত্রী নিনা গুপ্তের সন্তান ৷ আশির দশকে কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নিনা ৷ তাঁদের সেই প্রেমেরই উপহার মাসাবা ৷
বাবার 70তম জন্মদিনে তাঁর ছোটবেলার একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মাসাবা ৷ বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "আমি মনে করতে চাই যে, আমি আমার বাবা-মায়ের কাছ থেকে সবচেয়ে শক্তিশালী কিছু গুণ পেয়েছি। আমার বাবা নিরলস, মনোযোগী এবং মহানতার সাধনায় তাঁর জীবন কাটিয়েছেন ৷ প্রতিকূলতাকে অস্বীকার করেছেন, নিজের ভাগ্যের চাকাকে ঘুরিয়েছেন এবং মানসিক এবং শারীরিক শক্তির প্রতিমূর্তি হয়ে উঠতে নিজের সমস্ত জীবনটা ব্যায় করেছেন।"