পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মিস ইন্ডিয়ায় রানার আপ অটোচালকের মেয়ে মান্য়া - উত্তরপ্রদেশ

মিস ইন্ডিয়ার মঞ্চে তাক লাগানো পারফরম্য়ান্স অটোচালকের মেয়ের৷ রানার আপের ক্রাউন জিতে ‘টক অফ দা টাউন’ উত্তরপ্রদেশের মান্য়া সিং৷

Manya Singh, Daughter Of A Rickshaw Driver, Crowned Miss India 2020 Runner-Up
মিস ইন্ডিয়ায় রানার আপ অটোচালকের মেয়ে মান্য়া

By

Published : Feb 12, 2021, 9:25 PM IST

মুম্বই, 12 ফেব্রুয়ারি : ফেমিনা মিস ইন্ডিয়ার মঞ্চ দাপালেন অটোচালকের মেয়ে৷ জিতে নিলেন রানার আপের ক্রাউন৷ তাঁর এই সাফল্য়ে উচ্ছ্বসিত পরিবার৷ স্বীকৃতির মুকুট মাথায় পরে খুশি অটোচালকের মেয়ে মান্য়া সিংও৷

বুধবার রাতে ভারতের সেরা সুন্দরীকে বেছে নেয় মিস ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ সুন্দরী প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন তেলাঙ্গনার ইঞ্জিনিয়ার প্রতিযোগী মনসা বারাণসী৷ হরিয়ানার মণিকা শেওকন্দ জিতে নেন মিস গ্র্য়ান্ড ইন্ডিয়ার মুকুট৷ তবে তাঁদের দু’জনকে পিছনে ফেলে আপাতত ‘টক অফ দা টাউন’ মান্য়াই৷

উত্তরপ্রদেশের বাসিন্দা মান্য়ার বাবা পেশায় অটোচালক৷ তাই আর্থিক অনটনকে সঙ্গী করেই বড় হতে হয়েছে তাঁকে৷ পেরোতে হয়েছে একের পর এক বাধা৷ গত ডিসেম্বরে মিস ইন্ডিয়ার অফিশিয়াল টুইটার হ্য়ান্ডেলে সেকথা জানিয়েছিলেন মান্য়া৷ জানিয়েছিলেন, কীভাবে নিজের স্বপ্নপূরণের জন্য রক্ত, ঘাম, চোখের জল ফেলে বছরের পর বছর পরিশ্রম করতে হয়েছে তাঁকে৷

মান্য়ার জন্ম কুশিনগরে৷ তাঁর দাবি, ছোটো থেকে বড় হওয়ার পথে খালি পেটে অনেক বিনিদ্র রজনী কাটাতে হয়েছে তাঁকে৷ সামান্য় অর্থ উপার্জনের জন্য হাঁটতে হয়েছে মাইলের পর মাইল৷

আরও পড়ুন:অস্কারের দৌড়ে এখনও টিকে ভারতীয় শর্টফিল্ম 'বিট্টু', আশাবাদী সিনেপ্রেমীরা

তবে মেয়ের স্বপ্নপূরণে সাধ্যমতো চেষ্টা চালিয়ে গিয়েছেন মান্য়ার বাবা-মা৷ তাঁর পড়াশোনার জন্য নিজের সামান্য় যেটুকু গয়না ছিল, তাও বিক্রি করে দিয়েছেন মান্য়ার মা৷ মান্য়ার এই লড়াইয়ের কথা গত মাসেই তাঁদের সোশাল মিডিয়া প্ল্য়াটফর্মে পোস্ট করে প্রকাশ্য়ে আনে মিস ইন্ডিয়া কর্তৃপক্ষ৷

ABOUT THE AUTHOR

...view details