কলকাতা, 25 মার্চ :অসময়ে চলে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় । কাজের মানুষ কাজ করতে করতেই চলে গেলেন অমৃতলোকে । তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদন মহল । তবে বন্ধ হয়নি শুটিং । বৃহস্পতিবার দিব্যি বহাল ছিল 14 ঘণ্টার শুটিং । ফলে অনেকেই শেষ দেখাটুকু তাঁকে দেখতে যেতে পারেননি ৷ এঁদেরই একজন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় । চিত্রায়ণ স্টুডিয়োতে শুটিং চলছে তাঁর । টাইট শিডিউল । তাই বেরনোর উপায়ই ছিল না স্টুডিয়ো ছেড়ে । অনেকেই প্রয়াত অভিনেতা শেষযাত্রায় যোগ দিতে পারেননি (Abhishek Chatterjee Last Rites) ৷
অভিষেক চট্টোপাধ্যায়কে (Tollywood react after Abhishek Chatterjee's death) ঘিরে স্মৃতিচারণ করতে গিয়েই ভাস্বর বলেন, "আগে এসব ক্ষেত্রে ছুটি মিলত । আমরা পারতাম প্রিয় সহ-অভিনেতাদের শেষ যাত্রায় পাশে থাকতে । আজ আর সেই অবকাশ নেই । যাঁরা সেই সময়ে ফ্রি আছেন বা যাঁদের আজ শুটিং নেই, তাঁরা হয়ত অভিষেক দাকে শেষ দেখাটুকু দেখতে পেরেছেন । আমিই পারলামই না । শেষ দেখা হয়েছিল একটি স্টোরে । মাছ কিনতে গিয়েছিলেন এক রবিবারে । অনেক মাছ কিনলেন সে দিন । তারপর আর দেখা হয়নি দাদার সঙ্গে ।"
আরও পড়ুন:Prosenjit Remembers Abhishek : বিশ্বাস হচ্ছে না অভিষেক আর নেই, শোকস্তব্ধ প্রসেনজিৎ