পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

12 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'দা ফ্যামিলি ম্যান'-এর দ্বিতীয় সিজ়ন - The Family Man 2

দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনিকে দেখা যাবে দ্বিতীয় সিজ়নে । এছাড়া প্রথম সিজ়নের মতো এই সিজ়নেও এনআইএ এজেন্ট শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করবেন মনোজ বাজপেয়ী ।

sdf
df

By

Published : Jan 7, 2021, 6:01 PM IST

মুম্বই : আসছে 'দা ফ্যামিলি ম্যান' সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন । 12 ফেব্রুয়ারি অ্যামাজ়ন প্রাইমে স্ট্রিম করবে এই সিরিজ় ।

দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনিকে দেখা যাবে দ্বিতীয় সিজ়নে । এছাড়া প্রথম সিজ়নের মতো এই সিজ়নেও এনআইএ এজেন্ট শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করবেন মনোজ বাজপেয়ী । আর এবার সামান্থার সঙ্গে লড়াই করতে দেখা যাবে তাঁকে ।

এছাড়াও এই সিজ়নে থাকবেন প্রিয়ামনি, শারিব হাসমি, শরদ কেলকর, দর্শন কুমার, সানি হিন্দুজা, শ্রেয়া ধানওয়ানতারি, সাহাব আলি, বেদান্ত সিনহা, মেহেক ঠাকুর ও সীমা বিশ্বাস । এই সিরিজ় পরিচালনা করেছেন রাজ ও ডিকে ।

এই সিজ়ন সম্পর্কে রাজ ও ডিকে বলেন, "গত 16 মাস ধরে শুনছিলাম যে কবে দ্বিতীয় সিরিজ় আসবে । আমাদের টিম প্যানডেমিকের মধ্যেও এই সিরিজ় শেষ করার জন্য বাড়ি থেকে কাজ করেছে । এই সিরিজ়ের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ । নতুন এই সিরিজ়ে দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে ।"

ABOUT THE AUTHOR

...view details