কলকাতা, 10 মার্চ :2012 সালে যে টেলি আকাদেমি গড়ে ওঠার কথা ঘোষণা করা হয়, এদিন তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে টেলিভিশনের সঙ্গে যুক্ত কলাকুশলীদের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে পুরস্কৃত করা হয় (Mamata Banerjee inaugurates WB Tele Academy) ।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ড 2022’-এর পুরস্কার বিতরণী অনু্ষ্ঠানে হাজির ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা । গুনগুন, ফুলঝুরি, ঋষি, পিহু, বাবিন, লালন, ঊর্মি, সাত্যকি । নেতাজি ইন্ডোরে যেন চাঁদের হাট ৷ সেরা জুটির পুরস্কার পেলেন ‘মন ফাগুন’ ধারাবাহিকের ঋষি এবং পিহু । 2022-এর সেরা টেলিভিশন কনটেন্ট গবেষক হিসেবে পুরস্কৃত হলেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় । পুরস্কৃত হলেন শান্তিলাল মুখোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, অন্বেষা হাজরা, শঙ্কর চক্রবর্তী-সহ আরও অনেকে ।
শুধু পুরস্কার বিতরণই নয়, ছিল নাচ-গানের জমজমাট আয়োজনও । হাজির ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী-সহ টলিউডের তাবড় তাবড় কুশীলবেরা । সঞ্চালনায় ছিলেন সাহেব চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাণী হালদার ।