পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

উষা গাঙ্গুলির মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

নাট্যকার উষা গাঙ্গুলির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

sdf
dsf

By

Published : Apr 23, 2020, 2:43 PM IST

কলকাতা : প্রয়াত নাট্যকার উষা গাঙ্গুলি । প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এক বিবৃতি দিয়ে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী । বলেন, "বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব উষা গাঙ্গুলির মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি । আজ সকালে কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে । 1976 সালে তিনি থিয়েটার গ্রুপ 'রঙ্গকর্মী' স্থাপন করেন । তাঁর পরিচালিত ও অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য মহাভোজ, রুদালি, কোর্টমার্শাল, অন্তর্যাত্রা । 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে গিরিশ পুরস্কারে সম্মানিত করে । তিনি সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কারেও ভূষিত হন । আমি উষা গাঙ্গুলির পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

শেষযাত্রায় উষা গাঙ্গুলি

প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে আজ উষাদেবীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিচারিকা । খবর দেওয়া হয় চিকিৎসককে । এরপর উষাদেবীকে মৃত বলে ঘোষণা করা হয় । তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে নাট্যজগতে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details