কলকাতা : বাঙালির দুর্গাপুজো মানেই কলকাতায় প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া । কিন্তু এমন অনেকে রয়েছেন যারা এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে পারেন না । ভৌগলিক কারণে হোক, শারীরিক কারণে বা কাজের কারণে অনেকেই এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেল ঘুরতে পারেন না । ফলে তাঁদের কাছে ঠাকুর দেখার কোনও বিকল্প থাকে না । এই সমস্ত মানুষের কথা ভেবে শুরু হল মহাউৎসব অনলাইন একটি ওয়েবসাইট ।
ঠাকুর দেখা থেকে প্রসাদ পাওয়া, সবই এবার অনলাইনে - online pujo
প্রবাসী বাঙালি থেকে শুরু করে বয়স্ক বা অসুস্থ মানুষ বা বলা যেতে পারে কাজের মধ্যে ব্যস্ত মানুষদের কথা ভেবে চালু হল মহাউৎসব অনলাইন । এই ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই ঠাকুর দেখতে পারবেন সকলে । দিতে পারবেন প্রসাদের জন্য অর্ডারও ।
মহাউৎসব অনলাইন
মহাউৎসব অনলাইন এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে মানুষ ঘরে বসে দেবী দর্শন করতে পারবেন । দিতে পারবেন পুজোও । আবার প্রসাদ পাওয়ার জন্য আবেদনও করতে পারবেন, যা পৌঁছে যাবে তাঁর বাড়ির ঠিকানায় ।
গতকাল নতুন এই ব্যবস্থার উদ্ধোধন হল রক ব্যান্ডের গায়ক রূপম ইসলাম ও ফ্যাশন ডিজ়াইনার শর্বরী দত্তের উপস্থিতিতে । এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই শহরের 150-টি পুজো মণ্ডপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।
Last Updated : Sep 20, 2019, 3:24 PM IST