পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঘটনাবহুল এই সপ্তাহের মহাতীর্থ কালীঘাট - Bengali serial

অবিভক্ত বাংলার দখল নেওয়ার জন্য একসময় শুরু হয় পাঠান ও মোগলদের যুদ্ধ। এমন সময় জমিদার প্রতাপাদিত্য ঘোষণা করেন, তিনি পাঠানদের সমর্থন করবেন। অন্যদিকে ভগবতী মেয়ে উমার সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। শেষমেশ ভগবতী চলে আসে অনন্ত গাঙ্গুলির কাছে। এবং উমার নিখোঁজ হওয়ার জন্য দায়ি করে শিশিরকে।

উমা

By

Published : Mar 14, 2019, 9:24 PM IST

এদিকে উমাকে অজ্ঞান অবস্থায় পায় এক সাঁওতাল পরিবার। ছোট্ট উমার দেখভালের জন্য তারা তাকে তাদের বাড়ি নিয়ে যায়। উমার অজানা পথে যাত্রা শুরু হয়। এমন সময় একদল ডাকাত তাকে আক্রমণ করে। উদ্দেশ্য একটাই, মা কালীর কাছে বলি দেওয়া।

মেয়ের নিরুদ্দেশ হওয়ায় ব্যাকুল উমার বাবা-মা ভাগবতী এবং সুবোধ। এই পরিস্থিতিতে মা তারা উমার ছদ্মবেশে দেখা দেয় তাদের। এদিকে প্রতাপের লোক ধরে আনে নয়ন এবং বিনোদিনীকে। আর ডাকাতরা উমাকে নিয়ে হাজির হয় প্রতাপের মহলে ডাকাতি করার জন্য।

মহাতীর্থ কালীঘাট একটি সামাজিক ও পৌরাণিক গল্প। সান বাংলা চ্যানেলের এই ধারাবাহিকের মূল চরিত্র উমা। উমা মা কালীর ভক্ত। নিজের চোখ দিয়ে সে মা কালীর মূর্তি দেখতে পায় এবং দেখতে পায় কালীঘাট মন্দিরের ইতিহাসকে। উমার বয়স পাঁচ। সে থাকে গ্রামে। এদিকে গ্রামের জমিদার পুজো করে শ্রীকৃষ্ণকে। মা কালীকে তার একেবারেই পছন্দ নয়‌। যেখানে উমাকে দেখা যায় মা কালীর একনিষ্ঠ ভক্ত হিসেবে।

ধারাবাহিকে উমার চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী সৃজা ভট্টাচার্য। প্রতিদিন সন্ধা ৬টায় সম্প্রচারিত হয় মহাতীর্থ কালীঘাট।


For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details