কলকাতা, 4 এপ্রিল : বোঝেনা সে বোঝেনার 'পাখি' কিন্তু ধারাবাহিকের মধ্যেই বন্দি নেই ৷ সে পাড়ি দিয়েছে বাংলা ছবির বড় পর্দায় ৷ একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ৷
সম্প্রতি অভিনেত্রীকে একটি লাল রংয়ের সীমারি স্কার্ট ও ব্লাউজে তাঁর উন্মুক্ত বক্ষ বিভাজিকাকে প্রদর্শন করে ফটো শুট করতে দেখাযায় ৷ সেই ফটো শুটে ডিভা লুকে ধরা দিয়েছিলেন তিনি ৷ আর সেই ছবি দেখেই মুগ্ধ হয়ে যান বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ৷ লাইকও দিলেন অভিনেত্রীর সেই ফটোতে ৷