পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রূপ বদল করে মা মনসা চাঁদ সওদাগরের বাড়িতে? - Ma Manasha

'মা মনসা' ধারাবাহিকে এর আগের সপ্তাহে দর্শক দেখেছিলেন বিয়ের পরই সাপের কামড়ে মারা যায় লখীন্দর। তাকে বাঁচাতে বেহুলা তার শরীরকে ভেলায় নিয়ে স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু যাত্রার মাঝপথেই ভেলায় আগুন লেগে যায় ইন্দ্রদেব আর কাপালিকের চক্রান্তে। আর এই সপ্তাহের গল্পে দেখা যাবে মনসা ছদ্মবেশ ধারণ করে চাঁদ সওদাগরের পরিবারে এসেছে বেহুলাকে রক্ষা করতে। আদৌ কি সেই কাজে সক্ষম হবে মনসা? সেটা জানতে 'মা মনসা'-র সেটে পৌঁছে গেছিল ইটিভি ভারতের প্রতিনিধি।

মা মনসার সেটে

By

Published : Mar 14, 2019, 5:55 PM IST

কথা বললেন ধারাবাহিকের চাঁদ সওদাগর, শনকা আর মা মনসা। সুদীপ বললেন, "বেহুলা একের পর এক ঘাটে ভেসে চলেছে এবং তার সঙ্গে নানা রকমের ঘটনা ঘটছে। আর আমরা বাড়িতে বসে নানা রকম আশঙ্কার করে যাচ্ছি। আমারা আশা করছি আমাদের হারানো ছয় ছেলে ও লখীন্দরকে আমরা ফিরে পাব। আমার একমাত্র ভরসা হচ্ছে দেবাদিদেব মহাদেব। আবার অন্যদিকে আমার স্ত্রী বিশ্বাস করে, যে মনসাই একমাত্র ভরসা লখীন্দর কে ফিরিয়ে আনার ব্যাপারে।"

ধারাবাহিকের শনকা বললেন, "বেহুলার যুদ্ধ চলছে এবং তার পাশে মনসা আছে। তিনি আমারও প্রিয় দেবী। বেহুলা যেখানে যেখানে যাছে, সেখানে মা মনসাকে দেবী হিসেবে পূজা করার জন্য সবাইকে উপদেশ দিচ্ছে। আমরা আমাদের পরিবারের সবাই এখন মন দিয়ে মহাদেবের পুজো করছি। সেই সঙ্গে যথারীতি শঙ্কিত ও ভীত আগামী দিনে আর কী কী বিপদ আসতে চলেছে সেটা ভেবে।"

ধারাবাহিকের মনসা জানালেন, "আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি ছদ্মবেশ নিয়েছি। এদিকে লখীন্দরের দেহ উধাও হয়ে গেছে । আমাকে বলা হয়েছে, যদি আমরা সবাই মিলে একযোগে পিতার আরাধনা করি তাহলে লখীন্দরকে উদ্ধার করা যাবে। আর বেহুলা স্বর্গে পৌঁছতে পারে কিনা, ইন্দ্রদেব ষড়যন্ত্র করে সফল হয় কিনা সেটাই দেখার।"

মা মনসার সেটে


For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details