হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি : এমাসের শেষেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আলিয়া ভাটের নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ সঞ্জয়লীলা বনশালির পরিচালিত এই ছবির ট্রেলার যথেষ্ট সাড়া ফেলেছে ইতিমধ্য়েই ৷ প্রথম ঝলকে যথেষ্ট প্রশংসা পাচ্ছে আলিয়ার অভিনয়ও ৷ তবে একটি ছোট্ট বাচ্চার কাছে একবারে ক্লিন বোল্ড হয়ে গেলেন অভিজ্ঞ অভিনেত্রী ৷ তাঁরই ডায়লগে আলিয়াকে কিস্তিমাত করে দিল এক খুদে কন্য়া (Little Girl Goes Viral in Gangu Bai Costume ) ৷
সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আলিয়ার নতুন ছবির নানা সংলাপ ৷ এরইমাঝে ফিল্ম গ্য়ালাক্সি নামক একটি ইনস্টা অ্য়াকাউন্টের মাধ্য়মে সামনে এল নতুন একটি ভিডিয়ো ৷ যেখানে দেখা যায় আলিয়ার একটি সংলাপে ঠোঁট মেলাচ্ছে এক খুদে, তার সাজসজ্জাও একেবারে গাঙ্গুবাঈয়ের মতই ৷ তাঁর অভিনয় আর সাবলীল ভঙ্গি দেখে চমকে গিয়েছেন নেটনাগরিকরা ৷ সব মিলিয়ে পকেট ডিনেমাইট বলা চলে 8 সেকেন্ডের এই ভিডিওটিকে ৷