পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Karunamoyee Rani Rashmoni Ends: শেষ হল করুণাময়ী রানী রাসমণির শুটিং, আবেগে ভাসলেন অভিনেতারা - শেষ হল করুণাময়ী রানি রাসমণির শুটিং

শেষ হল করুণাময়ী রানি রাসমণির শুটিং (Karunamoyee Rani Rashmoni Ends) ৷ শেষ দিনের শুটিংয়ে (Last day shooting of Karunamoyee Rani Rashmoni) আবেগে ভাসলেন অভিনেতারা ৷

CBI files Rape charge against Sheikh Sufiyan in post poll violence case
ভোট-পরবর্তী হিংসায় ধর্ষণের অভিযোগ দায়ের শেখ সুফিয়ানের বিরুদ্ধে

By

Published : Feb 10, 2022, 5:02 PM IST

Updated : Feb 10, 2022, 7:59 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রানী রাসমণি' (Karunamoyee Rani Rashmoni ends)। 2017 সালের 24 জুলাই থেকে যাত্রা শুরু হয় এই ধারাবাহিকের (Bengali TV serial)। রানিমার মৃত্যুর পর ধারাবাহিকের নতুন নামকরণ হয় 'করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব'। 13 ফেব্রুয়ারি এই ধারাবাহিকের শেষ সম্প্রচার । শেষ দিনের শুটিংয়ে (Last day shooting of Karunamoyee Rani Rashmoni) আবেগে চোখের জলে ভাসলেন অভিনেতারা । সাক্ষী থাকল ইটিভি ভারত ।

কেক কেটে সেলিব্রেশন

সেই 2017 সালের 24 জুলাই শুরু হয়েছিল করুণাময়ী রানী রাসমণি ৷ খুব অল্প দিনের মধ্যেই মানুষের মনে আলাদা জায়গা করে নেয় এই ধারাবাহিক ৷ বিভিন্ন চরিত্রের সাবলীল অভিনয় ও উপস্থাপনা একে সাফল্যের চূড়ায় নিয়ে যায় ৷ এই ধারাবাহিকে বাঙালি খুঁজে পায় আর এক অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy in Karunamoyee Rani Rashmoni) ৷ রানিমার চরিত্রে অল্পবয়সি মেয়ে দিতিপ্রিয়া তাক লাগিয়ে দেন দর্শকদের ৷

শেষ হল করুণাময়ী রানী রাসমণির শুটিং, আবেগে ভাসলেন অভিনেতারা

আরও পড়ুন:Mimi Dutta Sahani in Rashmoni: রাসমণির উত্তরপর্বে বড় বদল, জগদম্বার চরিত্রে মিমি

টিআরপিতে সব ধারাবাহিকের থেকে দীর্ঘ সময় ধরে অনেকটা এগিয়ে ছিল এই ধারাবাহিক ৷ তবে রানিমার মৃত্যুর পর এর টিআরপি পড়তে শুরু করে ৷ তখন আকর্ষণ বলতে ছিল রামকৃষ্ণ ও মা সারদার চরিত্র ৷ তাঁদের অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ অবশেষে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর শেষ হতে চলেছে 'করুণাময়ী রানি রাসমণি' ৷ শেষ দিনের শুটিংয়ের শেষে আবেগে ভাসলেন কুশীলবরা ৷ ছিলেন দিতিপ্রিয়াও ৷ কেক কেটে হল সেলিব্রেশন ৷ আনন্দে-চোখের জলে শেষ হল 'করুণাময়ী রানি রাসমণি' ৷

শেষ হল করুণাময়ী রানি রাসমণি

আরও পড়ুন:Bangla TV Serial : করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের সেটে ইটিভি ভারত

Last Updated : Feb 10, 2022, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details