মুম্বই : বিমানের মধ্যে সাংবাদিক অর্ণব গোস্বামীকে নিয়ে মন্তব্য করেছিলেন কমেডিয়ান কুণাল কামরা । মন্তব্যর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । এরপর এই ঘটনায় কুণালের বিরুদ্ধে পদক্ষেপ নেয় চারটি বিমান সংস্থা । 6 মাস তাদের বিমানে যাতায়াত করতে পারবে না বলে জানিয়েছে ইন্ডিগো । পাশাপাশি এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট ও গো এয়ারের বিমানেও তিনি আপাতত যাতায়াত করতে পারবেন না বলে জানিয়েছে সংস্থাগুলি । এদিকে এই ঘটনার পর মজা করে একাধিক টুইট করেন কুণাল ।
গতকাল অর্ণব গোস্বামীর সঙ্গে ইন্ডিগোর বিমানে মুম্বই থেকে লখনউ যাচ্ছিলেন কুণাল । তখন অর্ণবের উদ্দেশে তিনি কিছু প্রশ্ন করেন । তাঁর সাংবাদিকতা ও টিভির শো-তে তিনি যেভাবে সবার সঙ্গে কথা বলেন তা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল । অর্ণবকে 'কাপুরুষ' বলেও সম্বোধন করেন তিনি । তবে তাঁর মন্তব্যর কোনও প্রতিবাদ করেননি অর্ণব । কানে হেডফোন লাগিয়ে বসেছিলেন তিনি ।
সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা । কেউ কুণাল কামরার সমালোচনা করেন আবার কেউ তাঁকে সমর্থন করেছেন । তবে গতকালই 6 মাস তাদের বিমানে যাতায়াত করতে পারবে না বলে জানিয়ে দেয় ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া । আজ ওই পথেই হাঁটে স্পাইস জেট ও গো এয়ার বিমান সংস্থাও ।