মুম্বই : বাবা চাইছেন বিয়ে দিতে । কিন্তু, মেয়ে বিয়ে করতে চাইছেন না । এই শুনে রেগে গিয়ে মেয়েকে খুনের চেষ্টা করলেন বাবা । না, এটা কোনও সিনেমার প্লট নয় । 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকের অভিনেত্রী ত্রুপ্তি শঙ্খধরের সঙ্গে এটাই হচ্ছে ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন ত্রুপ্তি । তাঁর সঙ্গে হওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন তিনি ভিডিয়োয় । জানিয়েছেন, বাবা রতন শঙ্খধর তাঁর খুন করার চেষ্টা করছেন । কখনও হাত কেটে, কখনও চুলের মুঠি ধরে বাজে ভাবে আক্রমণ করছেন মেয়েকে, বেধড়ক মারধর করছেন ।