কলকাতা: বাড়ি ছাড়তে চলেছে শ্যামা। তবে সে একা নয়, তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে নিখিলও। রোমহর্ষক পর্বের শুটিংয়ে হাজির ETV ভারত।
'কৃষ্ণকলি' ধারাবাহিকে নতুন চমক, বাড়ি ছাড়তে চলেছে নিখিল শ্যামা - Bengali Serial
বিভিন্ন ঘাতপ্রতিঘাতে বিপর্যস্ত শ্যামার জীবন। আর আগামীকাল ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। বাড়ি ছাড়তে চলেছে শ্যামা।
কৃষ্ণকলি
এতদিন যারা পরিবারের মধ্যে থেকে শ্যামার বিরুদ্ধাচরণ করে গেছে এবং নানাভাবে তাকে নিখিলের থেকে তাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে গেছে, আজ তারা সফল তাদের ষড়যন্ত্রে। কী রয়েছে শ্যামার ভবিষ্যতে? কাহিনির নতুন মোড় নিয়ে কথা বললেন মুখ্য চরিত্ররা।
দেখে নিন ভিডিয়োয়...