কলকাতা: 'কৃষ্ণকলি' ধারাবাহিকে প্রত্যেক মোড়ে রয়েছে চমক। সম্প্রতি দেখা গেছে শ্যামা রেডিয়ো জকি হিসেবে কাজ করছে 'কৃষ্ণকলি' নাম নিয়ে। কেউ তাকে শ্যামা হিসেবে চিনতে পারছে না। গল্পের এরকম নানা টুইস্ট অ্যান্ড টার্নে এখন জমজমাট এই ধারাবাহিক।
৩৫০ পর্ব পেরিয়ে এল 'কৃষ্ণকলি' - bengali serial
এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় অন্য়তম জনপ্রিয় নাম হল 'কৃষ্ণকলি'। প্রথম দিন থেকই শ্যামার লড়াই মন টেনে নিয়েছে দর্শকের। আর দেখতে দেখতে ৩৫০ পর্ব পেরিয়ে এল এই ধারাবাহিক।
কৃষ্ণকলি
৩৫০ পর্ব পেরোনো এই ধারাবাহিকের সেটে উপস্থিত ছিল ETV ভারত। অভিনেতা-অভিনেত্রীরা কথা বললেন ক্যামেরার সামনে। ধারাবাহিকের এই সাফল্যে খুশি সবাই।
ভিডিয়োয় তোলা রইল প্রত্যেকের বক্তব্য়।