কলকাতা, 17 সেপ্টেম্বর : পুজোর ঘণ্টা বেজেছে । সন্ধের দিকে ভেসে আসে এলাচ ফুলের গন্ধ ৷ আর সেই গন্ধ নাকে আসা মানেই বাঙালির মনে লাগে শারদদোলা । পুজোর রেশ শুরু হয়ে যায় মহালয়া থেকেই । রেডিয়ো-টিভিতে মহালয়ার অনুষ্ঠান শোনা ও দেখার হিড়িক পড়ে ৷ ছোট পর্দায় কে বা কারা দেবী দুর্গা সেজেছেন, তা জানতে মানুষের কৌতূহলের শেষ থাকে না ৷ আর এ বছর তো আসর জমাতে আসছেন একাধিক নামী অভিনেত্রী ৷
মহালয়ায় ভোর 4টেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে "আশ্বিনের শারদপ্রাতে..." শোনার জন্য আগের রাত থেকে জেগে অপেক্ষা করে থাকেন, এমন উৎসবপ্রিয় বাঙালির খোঁজ মেলাও খুব একটা কঠিন নয় ৷ শুধু রেডিয়োর মহালয়া নয়, টিভিতে কোন চ্যানেলে কে দেবী দুর্গা রূপে হাজির হবেন, তা নিয়েও আগ্রহের শেষ থাকে না । একইসঙ্গে কোন চ্যানেলের মহালয়া বেশি ভাল হল, কোনটা নয়, তা নিয়েও বাঙালি দর্শকের মধ্যে চলে চুলচেরা বিশ্লেষণ ৷ ছোটদের কথা মাথায় রেখে কার্টুন ফরম্যাটেও টিভির পর্দায় সম্প্রচারিত হয় ছোটদের মহালয়া । ছোট অসুর, ছোট দুর্গা, ছোট শিব নিয়ে জমজমাট আসর টিভিতে দেখানোর পরই তা চলে আসে ইউ টিউবেও । আর তা লুটেপুটে উপভোগ করে ঘরের কচিকাঁচাগুলি ।
আরও পড়ুন:Prosenjit Ditipriya: এবার বুম্বাদার সঙ্গে বড় পর্দায় দিতিপ্রিয়া
জানা গিয়েছে, এই বছর তিনটি প্রথম সারির বিনোদন চ্যানেলে দুর্গা সাজবেন কোয়েল মল্লিক (Koel Mallick), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। কোয়েল মল্লিক যে চ্যানেলে মহিষাসুরমর্দিনী সাজবেন, সেই মহালয়া অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বেও থাকছে কোয়েল-রাণের 'সুরিন্দর ফিল্মস' ।