পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Shweta Tiwari : হাসপাতালে ভর্তি শ্বেতা, দ্রুত আরোগ্য কামনা প্রাক্তন স্বামীর - কসৌটি জিন্দেগি কী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টেলিভিশন অভিনেত্রী (TV actor) শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)৷ তাঁর রক্তচাপ নেমে যাওয়ায় এবং তিনি অত্যধিক দুর্বল হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় ৷

Khatron Ke Khiladi 11 Contestant TV actor Shweta Tiwari hospitalised
অসুস্থ শ্বেতা তিওয়ারি, ভর্তি করানো হল হাসপাতালে

By

Published : Sep 30, 2021, 1:31 PM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর: অসুস্থ টেলিভিশন অভিনেত্রী (TV actor) শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)৷ তাঁর রক্তচাপ নেমে যাওয়ায় তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ৷ তবে তাঁর অবস্থা স্থিতিশীল ৷ খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷

অভিনেত্রীর কাছের মানুষেরা একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, অত্যধিক কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন শ্বেতা ৷ বিবৃতিতে লেখা হয়েছে, "সবাইকে জানাই, দুর্বলতা ও রক্তচাপ কমে যাওয়ার কারণে শ্বেতা তিওয়ারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অত্যধিক সফরের কারণে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি অভিনেত্রী ৷ পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনও তাঁর শরীরের উপর প্রভাব ফেলে ৷" তবে খুব শিগগিই শ্বেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন শ্বেতার ঘনিষ্ঠরা ৷

আরও পড়ুন:Rhea Chakraborty: বিগ বস 15-এর প্রতিযোগী হতে কত টাকা নিচ্ছেন রিয়া ?

রিয়েলিটি শো 'খতরোঁ কে খিলাড়ি 11' (Khatron Ke Khiladi 11)-এর শুটিং-এর জন্য গত জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়েছিলেন শ্বেতা তিওয়ারি ৷ সেখান থেকে দেশে ফিরেই দিল্লিতে শর্ট ফিল্মের শুটিং-এ ব্যস্ত হয়ে পড়েন তিনি ৷ এ ছাড়াও চলছিল রিয়েলিটি শো-এর ফিনালের প্রচার ৷

আরও পড়ুন:Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ

তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর প্রাক্তন স্বামী অভিনব কোহলি ৷ বুধবার রাতে ইনস্টাগ্রাম পোস্টে তিনি শ্বেতার সুস্থতা প্রার্থনা করেন ৷ তিনি লিখেছেন, শ্বেতার সঙ্গে তাঁর সম্পর্ক ভাল না-হলেও এবং বর্তমানে একমাত্র সন্তান রেয়াংশের ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া নিয়ে মামলায় তাঁদের লড়াই চললেও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে, শ্বেতা দ্রুত সুস্থ হয়ে উঠুন ৷

আরও পড়ুন:Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কী'র প্রেরণা বসু হিসেবেই বেশি পরিচিত শ্বেতা তিওয়ারি ৷ এই ধারাবাহিক তাঁকে দর্শকদের ঘরের মেয়ে করে তুলেছিল ৷ এ ছাড়াও টিভি রিয়েলিটি শো বিগ বস 4-এ অংশ নিয়েছিলেন শ্বেতা এবং সেই সিজনে তিনি বিজেতাও হয়েছিলেন ৷ সম্প্রতি টিভি শো 'মেরে ড্যাড কী দুলহন'-এও অভিনয় করেছেন তিনি ৷ তিনি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরুন, এটাই প্রার্থনা ৷

আরও পড়ুন:Shilpa Shetty : ম্যানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই

ABOUT THE AUTHOR

...view details