মুম্বই, 30 সেপ্টেম্বর: অসুস্থ টেলিভিশন অভিনেত্রী (TV actor) শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)৷ তাঁর রক্তচাপ নেমে যাওয়ায় তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ৷ তবে তাঁর অবস্থা স্থিতিশীল ৷ খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷
অভিনেত্রীর কাছের মানুষেরা একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, অত্যধিক কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন শ্বেতা ৷ বিবৃতিতে লেখা হয়েছে, "সবাইকে জানাই, দুর্বলতা ও রক্তচাপ কমে যাওয়ার কারণে শ্বেতা তিওয়ারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অত্যধিক সফরের কারণে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি অভিনেত্রী ৷ পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনও তাঁর শরীরের উপর প্রভাব ফেলে ৷" তবে খুব শিগগিই শ্বেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন শ্বেতার ঘনিষ্ঠরা ৷
আরও পড়ুন:Rhea Chakraborty: বিগ বস 15-এর প্রতিযোগী হতে কত টাকা নিচ্ছেন রিয়া ?
রিয়েলিটি শো 'খতরোঁ কে খিলাড়ি 11' (Khatron Ke Khiladi 11)-এর শুটিং-এর জন্য গত জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়েছিলেন শ্বেতা তিওয়ারি ৷ সেখান থেকে দেশে ফিরেই দিল্লিতে শর্ট ফিল্মের শুটিং-এ ব্যস্ত হয়ে পড়েন তিনি ৷ এ ছাড়াও চলছিল রিয়েলিটি শো-এর ফিনালের প্রচার ৷