পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ভারতীয় আইনের অপব্যবহার করেন অনেক মহিলা", করণ ওবেরয় গ্রেপ্তার প্রসঙ্গে পূজা

ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছেন করণ ওবেরয়। কিন্তু অভিযোগের সত্যতা যাচাই না করেই করণকে ক্রিমিনাল তকমা লাগিয়ে দেওয়ায় আপত্তি জানিয়েছেন করণের বন্ধু ও অভিনেত্রী পূজা বেদীর। সঙ্গে রয়েছে করণের অন্যান্য সহকর্মীরাও।

পূজা বেদী

By

Published : May 8, 2019, 6:49 PM IST

মুম্বই : কয়েকদিন আগে টেলিভিশন অভিনেতা করণ ওবেরয়কে এক ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে এক মহিলাকে ধর্ষণ করেন তিনি ও সেই মুহূর্তের ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করার চেষ্টাও করেন তিনি। এই প্রসঙ্গে মুখ খুললেন তাঁর প্রিয় বন্ধু ও অভিনেত্রী পূজা বেদী। তিনি বললেন, "যাঁরা অভিযোগ করেন তাঁদের নাম গোপন রাখা হয় আর কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় তাঁর জীবন, ক্যারিয়ার সব নষ্ট করে দেওয়া যায় এক মুহূর্তে, অভিযোগের ভিত্তি যাচাই না করেই।"

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন এই অভিনেতা

পূজা বলেন, "অনেক ক্ষেত্রেই এমন হয় যে, অভিযোগকারীর FIR পুলিশ নেয়না। আর তাই সেই সব মহিলাদের রক্ষা করতে এই ধরনের আইন তৈরি হয়েছে, যাতে অভিযোগ দায়ের করতে কোনও সমস্যা না হয় তাঁদের। কিন্তু, অনেক ক্ষেত্রেই মহিলারা এই আইনের অপব্যবহার করেন। আমাদের এই আইনে পরিবর্তন আনতে হবে।"

করণের মতো এত ভালো মানুষের এই পরিণতি দেখে শকড হয়েছেন পূজা এবং তাঁর অন্যান্য সহকর্মীরা। প্রত্যেকেই পাশে দাঁড়াচ্ছেন করণ ও তাঁর পরিবারের।

শুনুন পূজার বক্তব্য।

শুনুন পূজার বক্তব্য

ABOUT THE AUTHOR

...view details