পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন এই অভিনেতা - undefined

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন অভিনেতা করণ ওবেরয়। ২০১৭ সালে মুম্বইয়ের ওশিয়ারায় ঘটেছে ঘটনাটি। শুধু ধর্ষণই নয়, অভিযোগকারী মহিলার থেকে টাকা আদায় করার চেষ্টাও করেছেন করণ। ANI সুত্রে জানা যাচ্ছে খবরটি।

করণ ওবেরয়

By

Published : May 6, 2019, 4:07 PM IST

ওশিয়ারা পুলিশ স্টেশনে FIR টি দায়ের করা হয়েছে। ভারতীয় বিচার ব্য়বস্থা অনুযায়ী ৩৭৬ ধারা (ধর্ষণ) ও ৩৮৪ ধারা (এক্সটর্শন) লাগু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। করণ শুধু ধর্ষণই করেননি সেই মহিলাকে, উলটে তাঁর ভিডিয়ো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করার চেষ্টাও করেছেন তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এভাবে তাঁকে শোষণ করা হয়েছে বলে অভিযোগ নিগৃহীতার।

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'জস্সি জ্যায়সি কোই নহি'-তে অভিনয় করেছিলেন করণ। সম্প্রতি ওয়েব সিরিজ় 'ইনসাইড এজ'-এ তাঁকে শেষ দেখা গেছে। ২০০১ সালে 'ব্যান্ড অফ বয়েজ়'-এর অন্যতম সদস্য ছিলেন তিনি।

আপাতত ৯মে অবধি করণ থাকবেন পুলিশ কাস্টডিতে। তারপর মুম্বইয়ের একটি কোর্টে হবে কেসের শুনানি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details