মুম্বই : সোশাল মিডিয়ায় কপিল শর্মাকে নিয়ে সমালোচনা নতুন কথা নয় । মাঝেমধ্যেই তাঁর শোকে বয়কট করার ডাক দেন নেটিজেনরা । তবে এটাও সত্যি যে, টেলিভিশনের TRP তালিকায় বেশ উপরের দিকে থাকে তাঁর কমেডি শো । কপিল চান যে, হাসি আর মজার মাধ্যমে এই পৃথিবীকে একটা উন্নততর জায়গায় পরিণত করতে । তাই ট্রোলকে পাত্তা দেন না তিনি ।
IANS-কে কপিল বলেন, "আমার লক্ষ্য হল মানুষকে হাসানো । হাসি আর মজার মাধ্যমেই এই পৃথিবী থাকার উপযুক্ত হয়ে উঠবে । তাই ওসব ট্রোলকে পাত্তা দিই না ।"
কয়েকদিন আগে এক নেটিজেন কপিলকে আক্রমণ করেন ভার্চুয়ালি । কারণ ? কারণ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কপিল সোশাল মিডিয়ায় কিছু লেখেননি । তবে সেই ট্রোলারদের মুখ বন্ধ করে দিয়েছিলেন অভিনেতা ।
সম্প্রতি আরও একটি কারণে ক্ষুব্ধ জনতা । কপিলের শোয়ে কিকু সারদা এবং ক্রুষ্ণা অভিষেক অভিনীত একটি পর্ব নিয়ে বেশ সমালোচিত হতে হয় তাঁকে । আর তারপর থেকেই টুইটারে ট্রেন্ড করছে #BoycottKapilSharmaShow ।
তবে কপিল যে সেই ট্রেন্ডকে একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা বোঝা গেল তাঁর বক্তব্যেই ।