মুম্বই : বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল বাবা হতে চলেছেন কপিল শর্মা। কিন্তু, এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কপিল বা গিনির তরফ থেকে। হঠাৎ করেই ফ্যানেদের চমকে দিয়ে সুখবরটা দিয়েই দিলেন কপিল। কন্যা সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী গিনি।
টুইটারের মাধ্যমে এই খবর শেয়ার করেছেন তিনি। লিখেছেন, "কন্যা সন্তান লাভ করে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আপনাদের সবার আশীর্বাদ চাই। অনেক ভালোবাসা..জয় মাতা দি।"