পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাবা হলেন কপিল

সুখবর দিলেন কপিল শর্মা। কন্যা সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী গিনি চাতার্থ।

Kapil Sharma baby
Kapil Sharma baby

By

Published : Dec 10, 2019, 9:36 AM IST

মুম্বই : বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল বাবা হতে চলেছেন কপিল শর্মা। কিন্তু, এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কপিল বা গিনির তরফ থেকে। হঠাৎ করেই ফ্যানেদের চমকে দিয়ে সুখবরটা দিয়েই দিলেন কপিল। কন্যা সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী গিনি।

টুইটারের মাধ্যমে এই খবর শেয়ার করেছেন তিনি। লিখেছেন, "কন্যা সন্তান লাভ করে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আপনাদের সবার আশীর্বাদ চাই। অনেক ভালোবাসা..জয় মাতা দি।"

স্বাভাবিক ভাবেই খুশির আমেজ শর্মা পরিবারে। সবাই এখন প্রতীক্ষা করছে নতুন অতিথির প্রথম ছবি দেখার জন্য। কী হবে তার নাম? কৌতুহল বাড়ছে তাই নিয়েও।

কপিল শর্মা ও গিনি চাতার্থকে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার শুভেচ্ছা।

ABOUT THE AUTHOR

...view details