পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাবা হতে চলেছেন কপিল!

টেলিভিশনের খ্যাতনামা কমেডিয়ান কপিল শর্মা। তাঁর কমেডি শোয়ের জনপ্রিয়তা সম্প্রতি তাঁকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা দিয়েছে।

কপিল শর্মা

By

Published : May 22, 2019, 11:02 PM IST

মুম্বই : পাঞ্জাবের জলন্ধরে গত বছরের ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী গিনি চাতার্থকে বিয়ে করেছেন কপিল শর্মা। এরপর দিল্লি-মুম্বই মিলে একাধিক রিসেপশন হয়েছে। সোশাল মিডিয়ায় ছবির বন্যা বয়ে গেছিল সেই সময়ে। আর সেই রেশ কাটতে না কাটতেই খবর শোনা গেল যে, বাবা হতে চলেছেন কপিল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গিনি অন্তঃসত্ত্বা। এটাও শোনা যাচ্ছে যে, কপিলের মা এর মধ্যেই মুম্বই গিয়ে পৌঁছেছেন। সেখানে তিনি কপিল আর গিনির সঙ্গেই থাকছেন। গিনির যত্নের জন্য়ই তিনি মুম্বই গেছেন বলে অনুমান।

তবে কপিল বা গিনির তরফ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি এই বিষয়ে।

ABOUT THE AUTHOR

...view details