পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত কন্নড় অভিনেত্রী মেবিনা মাইকেল - কন্নড় অভিনেত্রী

একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল কন্নড় অভিনেত্রী মেবিনা মাইকেলের । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

kannad actress Mebeina michael dies
kannad actress Mebeina michael dies

By

Published : May 27, 2020, 6:38 PM IST

হায়দরাবাদ : মাত্র 22 বছর বয়সে আকস্মিক মৃত্যু অভিনেত্রী মেবিনা মাইকেলের । 26 মে সন্ধ্যেবেলা কর্ণটকের দেবিহাল্লির কাছে ঘটে এক পথ দুর্ঘটনা । একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে মেবিনার গাড়ির ।

মাদিকেরিতে নিজের বাড়ি যাচ্ছিলেন মেবিনা । সঙ্গে ছিলেন তাঁর বন্ধুবান্ধবও । সবাইকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে বাকিরা বেঁচে গেলেও, মেবিনা মারা যান । তাঁর শরীরে একাধিক ক্ষত ছিল ।

'পায়াতে হুদুগির হাল্লি লাইফ' রিয়েলিটি শো করে জনপ্রিয়তা পেয়েছিলেন মেবিনা । তিনি এই শোয়ের চতুর্থ সিজ়নের বিজেতা ছিলেন । শোয়ের হোস্ট আকুল বালাজি টুইটারে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রীর প্রয়াণে ।

তিনি লিখেছেন, "আমাদের অন্যতম পছন্দের প্রতিযোগীর এই আকস্মিক মৃত্যতে আমি শকড । মেবিনা যুবতী ছিল, ফুল অফ লাইফ, আমি বিশ্বাস করতে পারছি না । ওঁর পরিবারের সঙ্গে আমার সহানুভূতি রইল ।"

মেবিনা মাইকেলের আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।

ABOUT THE AUTHOR

...view details