কলকাতা, 21 নভেম্বর: বাংলা টেলিভিশনে এবার মেস বাড়ির মজা । থাকবে বন্ধুত্ব, প্রেম, খুনসুটি, ঝামেলা । সব মিলিয়ে ভরপুর বিনোদন । মেস বাড়ির মালিক আর মালকিনের ভূমিকায় কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং কমলিকা বন্দ্যোপাধ্যায় (Kamalika Banerjee)।
1973 সালে মুক্তিপ্রাপ্ত দীনেন গুপ্ত পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, সুমিত্রা মুখোপাধ্যায়, রবি ঘোষ, চিন্ময় রায় অভিনীত সেই বিখ্যাত ছবি 'বসন্ত বিলাপ'-এর কথা মনে আছে ? মনে আছে সেই মেস বাড়ির মজা ? এবার সে রকমই এক স্বাদ নিয়ে টেলিভিশনে আসছে বাংলা ধারাবাহিক 'বসন্ত বিলাস'। পাক্কা সাতটি বছর পর বাংলা ধারাবাহিকে কাঞ্চন মল্লিক । তাঁর সঙ্গে জুটি বাঁধছেন কমলিকা বন্দ্যোপাধ্যায় । এই ধারাবাহিকে স্বামী-স্ত্রী'র ভূমিকায় দেখা যাবে তাঁদের । কাঞ্চন মল্লিক এর আগে অবশ্য সংশ্লিষ্ট চ্যানেলের একটি নন ফিকশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন ।
আরও পড়ুন:Yash Nusrat: 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র মহরতে যশ-নুসরত
গল্প আবর্তিত হবে একটি মেসবাড়িকে কেন্দ্রে রেখে । বাংলার বিভিন্ন জায়গা থেকে সেই মেস বাড়িতে আসে ছেলেমেয়েরা । এদের এক একজনের চোখে এক এক রকমের স্বপ্ন । তাদের নানাবিধ কর্মকাণ্ড নিয়েই এগোবে গল্প । এদের মধ্যেই দু‘জন মহুয়া এবং রাহুল । বলতে গেলে গল্পের নায়ক-নায়িকা তারাই । গড়ে ওঠে সম্পর্ক । জমাট বাঁধে প্রেম । বাকিটা জানান দেবে সময় ।