পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সন্তানকে নিয়ে ভরা সংসার জয়ী ও ঋভুর - Bengali Serial

'জয়ী' ধারাবাহিকের সময়কাল এগিয়ে গেছে ৫ বছর। তাই বদলে গেছে সবকিছুই। বদলটাকে প্রত্যক্ষ করতে ধারাবাহিকের সেটে পৌঁছে গেল ETV ভারত।

জয়ী

By

Published : May 16, 2019, 8:37 PM IST



কলকাতা : 'জয়ী' ধারাবাহিকের আগের পর্বগুলোতে দর্শক দেখেছিলেন কিভাবে জয়ী তার বাবাকে বাঁচাতে 40 লক্ষ টাকা জোগাড়ের চেষ্টা করতে থাকে। এবং এর পাশাপাশি দর্শক আমাদের মাধ্যমেই প্রথম জানতে পেরেছিলেন যে, জয়ী ও ঋভুর সংসারে আসছে নতুন অতিথি। কারণ জয়ী মা হতে চলেছে। এবার গল্প সম্পূর্ণ অন্য দিকে মোড় নিতে চলেছে।

গল্পে সবকিছুই পাঁচ বছর এগিয়ে দেখানো হচ্ছে। যেমন জয়ী ও ঋভুর সন্তানের পাঁচ বছর বয়স হয়ে গেছে। আর সেই সন্তান অর্থাৎ যিষ্ণুর একটি পা একটু দুর্বল থাকায় তাকে ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে। আর এই সমস্ত চক্রান্তের পেছনে রয়েছে ইরাবতী ও মালিনি, যারা জয়ীকে মেরে ফেলার চক্রান্ত করেছিল প্রেগনেন্সির সময়ে। গল্পে দেখানো হচ্ছে যে, জয়ীর ছেলেও তার মায়ের মতো ফুটবলার হতে চায়।

আর অন্যদিকে যেই মালিনী সেন এতদিন জয়ীকে মারার চেষ্টা করে গেছে, সে এখন মানসিক বিকারগ্রস্থ হয়ে মেন্টাল এসাইলামে রয়েছে। গল্প এখন কোন দিকে যাচ্ছে সেটা জানতে ETV ভারত পৌঁছে গেছিল 'জয়ী' ধারাবাহিকের শুটিং ফ্লোরে।

শুনুন জয়ী-ঋভু আর যিষ্ণুর কথা

ABOUT THE AUTHOR

...view details