কলকাতা, 25মার্চ: শেষ হয়েছে 'সুপার সিঙ্গার সিজন থ্রি'। এবার এই স্লটে 26 মার্চ থেকে আসছে নতুন শো 'ইস্মার্ট জোড়ি' (Jeet to present Ismart Jori)। সেলেব দম্পতিরা আসবেন নিজেদের প্রেম-ভালবাসা, রোম্যান্সের গল্প শোনাতে । তাঁদের গল্প দর্শকের কাছে পৌঁছে দেবেন সুপারস্টার জিৎ । কারণ এই শো-এর সঞ্চালনার দায়িত্বে তিনি (new Bengali TV show)।
চ্যানেল আয়োজিত ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হাজির হন জিৎ (Jeet latest news)। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি । শুরুতেই বলেন, "খুব এক্সাইটেড আমি । ভালবাসা এমন একটা জিনিস যা প্রতিদিন নতুন ভাবে এক্সপ্লোর করা যায় । সেলেব দম্পতিরা এই শোতে এসে নিজেদের ভালবাসা, রোমান্সের গল্প শোনাবেন । শোনাবেন নিজেদের জীবনের নানা অভিজ্ঞতার কথা । প্রতিদিন শিখছি ভালবাসা আসলে কী ।"
জিতের কাছ থেকেই জানা যায়, এই শো একেবারেই স্ক্রিপ্টেড নয় । বরং অনেক বেশি অরগ্যানিক । খুব সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হচ্ছে শো-এর শুটিংয়ে যেগুলি দেখতে পাবেন দর্শক খুব তাড়াতাড়ি । জিৎ এমনও বলেন, "এই শোতে আমার প্রয়োজনই পড়ে না । দম্পতিরাই এখানে মূল । ওরাই টেনে নিয়ে যেতে পারে শো'টা ।
ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয় যে, শুধুই কি সেলেব জোড়ি নাকি পরবর্তীতে অন্যান্যরাও এই শো-তে অংশ নিতে পারবেন ? প্রশ্নে খুশি হয়ে জিৎ বলেন, "আপাতত এই সিজনে শুধুই সেলেবরা আসবেন । পরের সিজনে ভাবব কী করা যায় । চ্যানেল এই ব্যাপারে আরও ভাল বলতে পারবে ।"